

এলপিএল এ পর্যন্ত ৬.৭ মিলিয়ন রুপি সংগ্রহ করেছে লেডি রিজওয়ে চিলড্রেনস হসপিটালের ‘লিটল হার্টস’ প্রকল্পের জন্য। এখন পর্যন্ত এই আসরে মাঠে গড়িয়েছে মোট ২০ ম্যাচ, ফাইনাল সহ আর বাকি ৪ ম্যাচ। এরপর পুরো অর্থ তুলে দেওয়া হবে ‘লিটল হার্টস’ প্রজেক্টে।
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত, ৪৯৭টি বাউন্ডারি, ১৮৫টি ছক্কা এবং ১৮০২টি ডট বল করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট ‘লিটল হার্টস’ প্রকল্পে অনুদান দেবে প্রতিটি বাউন্ডারির জন্য ৪ হাজার রুপি। প্রতি ছক্কার জন্য ৬০০০ রুপি। টুর্নামেন্ট চলাকালীন প্রতিটি ডট বলের জন্য ২ হাজার রুপি করে।
এলপিএল টুইট বার্তায় জানিয়েছে, ‘লিটল হার্টস ফাউন্ডেশনের জন্য আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখার চেয়ে বড় সুখ আর কিছু নেই।’
লেডি রিজওয়ে চিলড্রেনস হসপিটালের ‘লিটল হার্টস’ প্রজেক্টের জন্য ৬.৭ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি এখন পর্যন্ত খেলা প্রথম ২০টি ম্যাচ থেকে এসেছে।
এই তহবিল লেডি রিজওয়ে চিলড্রেনস হসপিটালে একটি ‘কার্ডিয়াক এবং ক্রিটিক্যাল কেয়ার কমপ্লেক্স’ তৈরি করতে সাহায্য করবে। যা একবার নির্মিত হলে, জন্মগত হৃদরোগ (সিএইসডি) এবং গুরুতর অসুস্থতায় শিশুদের চিকিৎসা করতে সহায়তা করবে৷ শ্রীলঙ্কা ক্রিকেটও ম্যাচের টিকিট বিক্রি থেকে সংগৃহীত তহবিলের একটি অংশ লিটল হার্টস ফান্ডে দেবে।