
আগস্টের ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। টি-টোয়েন্টি দিয়ে শুরু। হোম গ্রাউন্ডে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ইসিবি আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দলে ডাক পেল তিন নতুন মুখ; গাস আটকিনসন, জন টার্নার ও জশ টাঙ।
কাউন্টি দল সারে’র হয়ে খেলা ফাস্ট বোলার গাস আটকিনসন প্রথমাবের মতো জাতীয় দলে, একই সাথে ডাক পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। আটকিনসনের শক্তির জায়গা বলা হচ্ছে, ঘণ্টায় ১৪৫ কি.মি এর উপরে বল ছাড়তে পারেন তিনি। এর আগে টি-টোয়েন্টি ব্লাস্টে গাস আটকিনসন দারুণ পারফর্ম করেন। তার দল সারে’র হয়ে ২৯.১৫ গড়ে সংগ্রহ করেন ১৩ উইকেট।
হ্যাম্পশায়ারের আনক্যাপড পেস বোলার জন টার্নার সোমবার ট্রেন্ট রকেটসের হয়ে বেয়ারস্টোকে আউট করা ছিল তার প্রমাণপত্রের সময়োপযোগী প্রদর্শন। জশ টাঙ ২০-ওভারের সেট-আপে অন্তর্ভুক্ত হয়েছেন এবং টেস্ট ওভিষেকের পর ইংল্যান্ডের জার্সি গায়ে আরেকটি অভিষেকের সুযোগ তার সামনে।
ইংল্যান্ডের প্রিমিয়ার লেগস্পিনার হিসেবে আদিল রশিদের সম্ভাব্য উত্তরসূরি রেহান আহমেদও টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন।
ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ৮ সেপ্টেম্বর। এর আগে দু’দল লড়াইয়ে নামবে সমান ৪ টি-টোয়েন্টিতে। ৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ, এরপর যথাক্রমে ১, ৩ ও ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাকি ৩ টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ড সিরিজে ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জশ টাঙ, জন টার্নার, লুক উড।