

ওয়ানডের অবসর ভেঙে ইংল্যান্ড দলে ফিরলেন বেন স্টোকস। ইংলিশ তারকা অলরাউন্ডারের প্রত্যাবর্তন আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক খেলবেন আরও একটি বিশ্বকাপ আসর। নির্বাচক লুক রাইট নিশ্চিত করেছেন এটিই বিশ্বকাপের জন্য তাদের প্রাথমিক স্কোয়াড।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ইসিবি আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। স্টোকসের ফিরে আসার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন গাস আটকিনসন।
বেন স্টোকস তার ওডিআই অবসর ফিরিয়ে নেওয়ায় এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে নাম লেখানোয় বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল বিশাল উত্সাহ পেয়েছে।
চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠা জোফরা আর্চারের এখনও দলে জায়গা হয়নি। হেড কোচ ম্যাথু মট আর্চারকে বিশ্বকাপের দলে রাখার ব্যাপারে আগ্রহী। তরুণ ব্যাটার হ্যারি ব্রুকও ফিরতে পারেননি দলে। তার মানে ব্রুক প্রথমবারের মতো বিশ্বকাপে উপস্থিতি থেকে বাদ পড়েছেন, অন্যদিকে রাইট আরও জানিয়েছেন, যে আর্চার ভ্রমণ রিজার্ভ হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে।
ইংল্যান্ডের পুরুষদের জাতীয় নির্বাচক লুক রাইট বলেছেন, ‘বেন স্টোকসের প্রত্যাবর্তন কেবল সেই গুণকে বাড়িয়েছে তার ম্যাচ জেতার ক্ষমতা এবং নেতৃত্ব দিয়ে। আমি নিশ্চিত যে প্রত্যেক ভক্ত তাকে আবার ইংল্যান্ডের ওয়ানডে শার্টে ফিরে দেখে আনন্দ পাবে।’
কাউন্টি দল সারে’র হয়ে খেলা ফাস্ট বোলার গাস আটকিনসন প্রথমাবের মতো জাতীয় দলে। আটকিনসনের শক্তির জায়গা বলা হচ্ছে, ঘণ্টায় ১৪৫ কি.মি এর উপরে বল ছাড়তে পারেন তিনি।
ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ৮ সেপ্টেম্বর।
নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য ইংল্যান্ড স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মইন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।