

ইউএসএ অনূর্ধ্ব-১৯ দলের টরন্টোতে আজ একটি অবিশ্বাস্য দিন। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আমেরিকা কোয়ালিফায়ারের ম্যাচে আর্জেনটিনার বিরুদ্ধে রেকর্ড জয় পেল। ৫০ ওভারে স্কোরবোর্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের যুবারা ৫১৫ রানের পাহাড়সম সংগ্রহ জমা করে। এরপর বল হাতেও দাপট দেখিয়ে আর্জেনটিনাকে গুটিয়ে দেয় মাত্র ৬৫ রানেই। আর তাতেই ৪৫০ রানের বিশাল জয় আমেরিকার।
কানাডার টরোন্টো ক্রিকেট ক্লাবে টস জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ে পাঠায় আর্জেনটিনা অধিনায়ক। উদ্বোধনী জুটিতেই আসে ১১৫ রান। প্রণব চেট্টিপালয়াম ব্যক্তিগত ৬১ রানে পড়েন রান আউটের ফাঁদে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয় ২১১ রান। দুই ব্যাটারই হাঁকিয়েছেন সেঞ্চুরি। ওপেনার ভব্য অমিত মেহতার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৩৬ রানের ইনিংস। মাত্র ৯১ বলে খেলে ১৪ চার ও ৩ ছক্কায় এই অতিমানবীয় ইনিংস সাজান মেহতা।
তিনে নামা অধিনায়ক ঋষি রমেশ শতক পূর্ণ করে বিদায় নিলে ভাঙে ২১১ রানের পার্টনারশিপ। এরপর অর্জুন মহেশ করেন ৬৭ রান। মাঝে ২২ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলে যান উৎকর্ষ শ্রীবাস্তব। আর তাতেই ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে মার্কিন যুক্তরাষ্ট্র পায় ৫১৫ রান বিশাল সংগ্রহ।
বল হাতে পাত্তা না পাওয়া আর্জেনটিনা অনূর্ধ্ব-১৯ দল ব্যাটিংয়েও দেখাল হতশ্রী পারফরম্যান্স। একাই ৬ উইকেট শিকার করেন আরিন নাদকার্নি। ৬ ওভারে মাত্র ২১ রান খরচায় ঝুলিতে নেন প্রথম ৭ উইকেটের ৬টি। আর তাতেই যেন আমেরিকার ৪৫০ রানের বিশাল জয়! ব্যাটিংয়ে আর্জেনটিনার কেবল দুই ব্যাটার ছুঁয়েছেন দুই অংকের ঘর। উইকেটের মিছিল ঘটিয়ে মাত্র ১৯.৫ ওভারেই তারা গুটিয়ে যায়।