ডেডলাইন পেরিয়ে গেলেও দল দিতে পারেনি ভারত-আফগানিস্তান-শ্রীলঙ্কা

এশিয়া কাপ
Vinkmag ad

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। আসন্ন এই আসরের জন্য ১২ আগস্ট ৬ দেশের বোর্ডকে স্কোয়াড দেওয়ার শেষ সময় বেধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শেষ দিনেই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখন পর্যন্ত দল ঘোষণা করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত ১২ আগস্টের মধ্যে প্রতিটি অংশগ্রহণকারী দেশকে ১৭ সদস্যের দল জানিয়ে দেওয়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছিল এসিসি। তবে এই সময় দুই দিন পেরিয়ে গেলেও জানা যায়নি ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্কোয়াড।

সবার আগে গত ১০ আগস্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের এশিয়া কাপের স্কোয়াড প্রকাশ করে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত ডেডলাইন ছিল ১২ আগস্ট, সেদিন সকালেই ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ ১৪ আগস্ট নিজেদের দল জানিয়েছে প্রথমবারের মতো এশিয়া কাপের টিকিট পাওয়া নেপাল।

তবে এখনও স্কোয়াড জানাতে পারেনি বিসিসিআই, এসএলসি ও এসিবি। আগামী ১৬-১৭ অগস্টের মধ্যে ঘোষিত হবে ভারতের এশিয়া কাপ স্কোয়াড। ভারতীয় সমর্থকরা মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণার দিকে। কেমন হবে এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড, কী কী চমক থাকতে পারে তা নিয়ে অনেক আগে থেকেই নানা জল্পনা। এরমধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার কথা শ্রীলঙ্কা ও আফগানিস্তান দল।

বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এ গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও আছে নেপাল। দুই গ্রুপ থেকে মোট ৪ টি দল উঠবে সুপার ফোরে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হবে ফাইনাল।

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী।

স্ট্যান্ডবাই ক্রিকেটার- তাইজুল ইসলাম, সাইফ হাসান, তানজিম হাসান সাকিব।

এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াড-

আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, তৈয়ব তাহির, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি।

 এশিয়া কাপে নেপাল স্কোয়াড-

রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ (উইকেটকিপার), কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সন্দ্বীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ঢাকল।

৯৭ ডেস্ক

Read Previous

এশিয়া কাপের জন্য নেপালের শক্তিশালী স্কোয়াড

Read Next

অবসরের ইউ-টার্ন নিয়ে স্টোকস মাতাবেন বিশ্বকাপ

Total
0
Share