ডেওয়াল্ড ব্রেভিস প্রথমবারের মতো জাতীয় দলে

ডেওয়াল্ড ব্রেভিস
Vinkmag ad

সোমবার (১৪ আগস্ট) ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। টাইটান্স ও সাবেক অনূর্ধ-১৯ খেলা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে- দুই সংস্করণের দলেই রয়েছেন।

বিশ বছর বয়সী ব্রেভিস আইসিসি অনূর্ধ-১৯ বিশ্বকাপ ২০২২ এর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাঁর মোট সংগ্রহ ছিল ৫০৬ রান। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এরপরেই ডানহাতি ব্যাটার বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলোর নজর কাড়ে। মুম্বাই ইন্ডিয়ান্স, এমআই কেপটাউন, এমআই নিউ ইয়র্ক- দলগুলোতে ছিলেন।

বর্তমানে ঘরোয়া টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার পক্ষে এককভাবে এক ম্যাচে সর্বোচ্চ রান ব্রেভিসের। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের গত আসরের এক ম্যাচে ৫৭ বলে ১৬৭ রান করেন এই ব্যাটার। সম্প্রতি সাউথ আফ্রিকা-এ দলের হয়ে শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে ৭১ বলে ৯৮ রান করেছিলেন, পঞ্চাশ ওভারের ম্যাচে।

ডোনোভান ফেরেইরা ও গেরাল্ড কোয়েটজি; তাঁরাও নতুন খেলোয়াড় হিসেবে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। টি-টোয়েন্টি দলে এইডেন মার্করাম ও ওয়ানডে দলে টেম্বা বাভুমা নেতৃত্ব দিবেন।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-

এইডেন মার্করাম (অধিনায়ক), ম্যাথিউ ব্রিজকি, ডেওয়াল্ড ব্রেভিস, গেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, তাব্রাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাদ উইলিয়ামস, রাসি ফন ডার ডুসেন।  

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড- এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, গেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, তাব্রাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাসি ফন ডার ডুসেন।

৯৭ ডেস্ক

Read Previous

ক্রিকেট থেকে ফিনের বিদায়

Read Next

এশিয়া কাপের জন্য নেপালের শক্তিশালী স্কোয়াড

Total
0
Share