ক্রিকেট থেকে ফিনের বিদায়

স্টিভেন ফিন
Vinkmag ad

ইংলিশ ফাস্ট বোলার স্টিভেন ফিন ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। হাঁটুর চোটে ভোগার কারণে ২০২৩ এর প্রায় পুরো সময় ক্রিকেটের বাইরে ছিলেন এই বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ টেস্ট, ৬৯ ওয়ানডে, ২১ টি-টোয়েন্টি খেলেছেন ফিন। সর্বমোট ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ার ছিল তাঁর।

বেশ অনেকদিন ধরেই নিজের শরীরের সাথে একরকম যুদ্ধ করেই যাচ্ছিলেন এই বোলার। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। বিপক্ষ দল ছিল বাংলাদেশ। ২০১০-১১ অ্যাশেজে ইংল্যান্ডের বিজিত সিরিজে ১৪ উইকেট সংগ্রহ ছিল তাঁর। এরপর ২০১৫ অ্যাশেজে ১২ উইকেট সংগ্রহ করেন। সবমিলিয়ে ১২৫ উইকেট টেস্টে, ১০২ উইকেট ওয়ানডেতে ও ২৭ উইকেট সংগ্রহ করেন টি-টোয়েন্টি সংস্করণে।

“আমি গত ১২ মাস ধরে আমার শরীরের সাথে যুদ্ধ করছি এবং পরাজয় স্বীকার করলাম।“- ফিন তাঁর অবসরের ব্যাপারে মন্তব্য করেন।

“২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক হওয়ার পর থেকে, আমার পেশা হিসেবে ক্রিকেট খেলতে পেরে আমি দারুণ ভাগ্যবান বোধ করছি। যাত্রা সবসময় মসৃণ ছিল না, তবে আমি এটা পছন্দ করেছি।”

মিডলসেক্সের হয়েই ঘরোয়ার বেশিরভাগ ম্যাচ খেলেছেন ফিন। তিনি ২০২২ সালে সাসেক্সে যোগ দেন। সেবার ২০ ম্যাচে ২১ উইকেট লাভ করেন। তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৫৭০ উইকেট লাভ করেন। সাসেক্স ক্রিকেট’কে ফিন আলাদা করে ধন্যবাদ জানান, গত ১২ মাস তাঁকে নানাভাবে সমর্থন করার জন্য।

“আমি সাসেক্স ক্রিকেটকে গত ১২ মাসে তাঁদের সমর্থনের জন্য বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এবং গত মৌসুমের শুরুতে ক্লাবে আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য। এটি সত্যিই ক্রিকেট খেলার জন্য একটি দুর্দান্ত জায়গা এবং আমি দুঃখিত যে, ক্লাবে যোগদানের পর থেকে আমি খুব বেশি ম্যাচ খেলতে পারিনি, খেলার মাঠে থাকতে পারিনি।“

সাসেক্স হেড কোচ পল ফারব্রেস ফিনের অবসর নিয়ে নিজের শুভকামনা জানান। মিডলসেক্স ও সাসেক্সের জন্য ফিন কতটা দারুণ ছিলেন, সে কথা উল্লেখ করেন। ফিন ইতিমধ্যে রেডিও ও টেলিভিশনে ‘বিশ্লেষক’ হিসেবে কাজ করছেন। সম্প্রতি ইংল্যান্ডের কয়েকটি সম্প্রচার-কেন্দ্রে ফিন কাজ করেছেন।

৯৭ ডেস্ক

Read Previous

ছক্কা হাঁকিয়ে পুরান পুরস্কার পেলেন রক গিটার

Read Next

ডেওয়াল্ড ব্রেভিস প্রথমবারের মতো জাতীয় দলে

Total
0
Share