

ভারতের বিপক্ষে দারুণ এক সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ দল। ব্রান্ডন কিংয়ের অপরাজিত ৫৫ রানের ইনিংস, সাথে নিকোলাস পুরানের ৪৭ রানের ইনিংসে ভর দিয়ে ২ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ দল। পুরান জিতে নেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। পাশাপাশি সিরিজে সর্বোচ্চ ছক্কা মারার পুরস্কার-সরূপ অর্জন করেন একটি ইলেক্ট্রিক গিটার।
৫ ম্যাচের সিরিজে ৩-২ এ সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। চার ম্যাচ শেষে ২-২ সমতায় ছিল। গতকালের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। পুরান সাধারণত চার নম্বরে ব্যাট করেন। কিন্তু এদিন তিনে নামলেন, কাইল মেয়ার্সের উইকেট পতনের পর। ব্রান্ডনের ৫৫ বলে ৮৫ ও পুরানের ৩৫ বলে ৪৭ রান মূলত উইন্ডিজকে বিপদ-মুক্ত করে। পঞ্চম ম্যাচে জয় পেয়ে, ম্যান অব দ্য সিরিজ হিসেবে নির্বাচিত হন পুরান। পুরো সিরিজে ১৭৬ রানের সংগ্রহ তাঁর।
মজার বিষয় হচ্ছে, সিরিজে সর্বোচ্চ সংখ্যক ছয়ের মার থাকায়, পুরান জিতে নেন একটি ‘ইলেক্ট্রিক গিটার’, যা সাধারণত ক্রিকেটের পুরস্কার হিসেবে দেখা যায় না। আন্তর্জাতিক সিরিজে তো নয়ই। তবে ক্যারিবিয়ান বা যুক্তরাষ্ট্র অঞ্চলে পুরস্কার হিসেবে নতুন বা আলাদা কিছু প্রদান করার এক রেওয়াজ আছে।
কিছুদিন আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ম্যান অব দ্য সিরিজ জিতেন উইন্ডিজ খেলোয়াড় শেরফান রাদারফোর্ড। সেখানে তিনি পুরস্কার হিসেবে যুক্তরাষ্ট্রে আধা একর জমি লাভ করেন। এই ঘটনার কিছুদিন বাদে আন্তর্জাতিক সিরিজেও এক নতুন পুরস্কারের চল দেখা গেল, যা জিতলেন আরেক উইন্ডিজ নিকোলাস পুরান।