টিকনারের পরিবর্তে দুবাইয়ে জ্যাকব ডুফি

জ্যাকব ডুফি
Vinkmag ad

আরব আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে এসেছে এক পরিবর্তন। প্রথমে দল ঘোষণায় ব্লেয়ার টিকনারকে রাখা হলেও পরবর্তীতে তিনি নাম সরিয়ে নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। তার জায়গায় আসন্ন এই সিরিজে সুযোগ পেলেন পেসার জ্যাকব ডুফি।

নিউজিল্যান্ড ক্রিকেট সম্প্রতি এক বিবৃতিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। অভিজ্ঞ পেসার ব্লেয়ার টিকনার পারিবারিক কারণে সিরিজটি এড়িয়ে গেছেন। স্কোয়াডে তার জায়গা নেবেন জ্যাকব ডুফি।

বৃহস্পতিবার দুবাইতে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকনারকে মূলত ১৫ জনের দলে নাম দেওয়া হয়েছিল, তবে ডানহাতি পেসার তার সদ্য জন্ম নেওয়া মেয়ে ও স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডে থাকবেন।

২৯ বছর বয়সী ডুফি আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া স্তরে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে একজন প্রমাণিত পারফর্মার। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে জ্যাকব ডুফি ৩ ওয়ানডে ও ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন কিউই জার্সি গায়ে। তবে সবশেষ তাকে মাঠে দেখা যায় গত জানুয়ারিতে ভারত সফরে।

আগামী ১৭, ১৯ ও ২০ আগস্ট ৩ টি-টোয়েন্টি খেলতে ১৫ সদস্যদের দল আজ দুবাইয়ে পৌঁছেছে।

আরব আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চাঁদ বোউস, মার্ক চ্যাপম্যান, ডিন ক্লেভার, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কাইল জেমিসন, কোল ম্যাকঞ্চি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, জ্যাকব ডুফি, উইল ইয়াং। 

৯৭ ডেস্ক

Read Previous

লজ্জার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল ভারত

Read Next

তিন বছরের চুক্তিতে ডেজার্ট ভাইপার্সে আফ্রিদি

Total
0
Share