

ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া দলের নানা বিষয় নিয়ে প্রায়ই মন্তব্য করে থাকেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ভারতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। এটা তাঁর উপলব্ধি। শুবমান গিল ও ইশান কিষান আসন্ন আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে অনুপস্থিত। এই বিষয়টি তুলে এনেছেন চোপড়া। আসন্ন সময়গুলোতে ইশান কিষানের ম্যাচ না থাকার একটি সম্ভাবনাও দেখিয়েছেন।
ভারতের টিম ম্যানেজমেন্ট বিশ ওভারের খেলাকে গুরুত্ব দিয়ে নিচ্ছে না বলেই মনে করেন আকাশ চোপড়া। ২৫ বছর বয়সী শুবমান গিল, ইশান কিষান; তাঁদের বিশ্রামের এখন প্রয়োজন দেখেননা তিনি। আজ (রবিবার) ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে। এই সিরিজ শেষ হলে, আগস্টের ১৮ তারিখ থেকে শুরু হবে ভারত-আয়ারল্যান্ড ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের দলে নেই গিল ও ইশান। সেই নিয়ে আপত্তি ও পর্যবেক্ষণ আছে চোপড়ার।
চোপড়া বলেন, “আমরা টি-টোয়েন্টি’কে গুরুত্ব দিয়ে নিচ্ছি না। ইশান কিষান ও শুবমান গিল আয়ারল্যান্ড যাচ্ছে না। আমি জানি, মানুষের বিশ্রাম দরকার হয়। কিন্তু এখন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমাদের আছে ১৪ টি ম্যাচ। আইপিএলের চিন্তা বাদ দাও, আইপিএলে সবাই পারফর্ম করে; এর মানে এই না যে, আমরা বিশ্বকাপ জিতে ফেলব। এমনকি, যখন আমরা জিতেছিলাম, তখন আইপিএল ছিলই না।“
এসব কথা চোপড়া তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন। শ্রেয়াশ আয়ার ও লোকেশ রাহুল ফিরলে, ইশান এশিয়া কাপে খেলতে পারবে কি না, সে নিয়েও কথা বলেছেন চোপড়া। ঈশানের দৃষ্টিকোণ থেকে কথা বলতে গিয়ে, উইন্ডিজদের সাথে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে তাঁর বিশ্রামের কথা উল্লেখ করেন। পঞ্চম টি-টোয়েন্টি’র একাদশেও তিনি নেই। আয়ারল্যান্ড সিরিজেও যাচ্ছেন না। এশিয়া কাপও যদি অনিশ্চিত থাকে, সেই বিষয়টি তুলে আনেন এই সাবেক ভারতীয় ওপেনার।
“আন্তর্জাতিক ম্যাচ গুরুত্বপূর্ণ। আপনি যদি আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ টা ম্যাচ খেলতেন…আমি ইশান কিষানের দিক থেকে চিন্তা করছি, সে তৃত্তীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে বিশ্রামে ছিল, আমার মনেহয় না সে পঞ্চম টি-টোয়েন্টি খেলবে। সে আয়ারল্যান্ডেও যাচ্ছে না। তাঁর কি সুযোগ আছে এশিয়া কাপে খেলার, যদি শ্রেয়াশ আয়ার ও লোকেশ রাহুল ফিট থাকে! আপনি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারতেন। এশিয়া কাপে আপনার প্রথম ম্যাচ সেপ্টেম্বরে। মাঝে যথেষ্ট ফাঁকা সময় ছিল। আমার মনেহয় না, এটা কেউ ভেবেছে। এরা ইয়াং-স্টার, এদের এত বেশি বিশ্রামের প্রয়োজন নেই, আমি বিশ্বাস করি।“