

সাকিব আল হাসান ওডিআই সংস্করণের নতুন অধিনায়ক হবেন, এমন আশা অনেকেরই ছিল। তামিম ইকবাল সরে গেছেন, সে জায়গায় সাকিব’কেই খুব করে চাচ্ছিলেন সবাই। সব আলোচনা শেষে সাকিব ফিরেছেন। সাকিবের মুখ থেকে অনুভূতির কথা শোনার তেমন সুযোগ ছিল না। খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে আজ (রবিবার) নিজের দল গল টাইটান্সের খেলায় উপস্থাপিকার প্রশ্নে অনুভূতির কথা কিছুটা জানান দিলেন সাকিব।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব সাকিবের কাঁধেই। নতুন দায়িত্ব হিসেবে জুটেছে ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব। এখন তিন সংস্করণের অধিনায়ক এই অলরাউন্ডার। আজ এলপিএলে জাফনা কিংসের বিপক্ষে সাকিবের দল গল টাইটান্সের ম্যাচ ছিল। গল অবশ্য সেই ম্যাচ জিতেছে। বোলিংয়ে দারুণ করেছেন সাকিব। সেই ম্যাচ চলাকালীন উপস্থাপিকা রিধিমা পাঠক সাকিবের সাথে আলাপ করেন; অভিনন্দন জানান নতুন দায়িত্বভার উপলক্ষে।
জবাবে সাকিব জানিয়েছেন,
“এটা তাঁর জন্য নতুন কিছু নয়।”
তিনি আরো বলেন, ‘আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে। আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’
নতুন দায়িত্বে সাকিবের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর বাজছে। সাকিবের জন্য প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই; এশিয়া কাপ। ইতিমধ্যে ১৭ সদস্যের দলও ঘোষোণা হয়েছে। আরো বড় চ্যালেঞ্জ হবে বিশ্বকাপ, যা শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। সাকিব বড় দায়িত্ব নিয়ে অভ্যস্ত। তাঁর কাছে সমর্থকদের আশাও বেশি। সেই আশা কতটা পূরণ করতে পারে সাকিব ও তাঁর দল, তাই এখন দেখার বিষয়।