চতুর্থ ম্যাচে ভারতের ৯ উইকেটের জয়

জাইসাওয়াল

চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। লডারহিল, ফ্লোরিডাতে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে ছিল ২-১ এ। তবে চার নম্বর ম্যাচে জয়ের দেখা পেয়ে, ভারত ফিরে পেল সিরিজের সমতা। ম্যাচে উইন্ডিজের লক্ষ্যমাত্রাকে পাত্তাই দেয়নি ভারত। জিতেছে ৯ উইকেটে, হাতে বাকি ছিল ১৮ বল।

টসে জিতে ব্যাটিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ দল লক্ষ্যমাত্রা ভালোই ছুঁড়েছিল। ১৭০ পেরিয়ে ১৭৮ এ গিয়ে থামে সে ইনিংস। বড় লক্ষ্যমাত্রা দিলেও ভারতীয়দের ওপেনিং জুটি অনেকটা খেলা শেষ করে দেয়। ইয়াশভি জাইসাওয়াল ও শুবমান গিল মিলে ১৬৫ রানের সংগ্রহ তোলেন। গিল ফিরলেও তিলক ভার্মাকে নিয়ে ম্যাচ জিতে ক্রিজ ছাড়েন জাইসাওয়াল।

১৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছিল জাইসাওয়ালের ছিল চারের মার। সেই মারেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন, আসছে বড় কিছু। খেলতে নেমেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। অভিষেকটা একেবারেই নিজের মতো হয়নি। তাই দ্বিতীয় ম্যাচের পণ কাজে লাগিয়েছেন, সাথে ছিল গিল।

প্রতি ওভারেই বাউন্ডারি, ওভার-বাউন্ডারিতে দিশেহারা হতে থাকে উইন্ডিজ বোলারেরা। একেবারে ক্রিজে গেঁথে বসে দুই ওপেনার ইনিংস সাজাতে থাকেন নিজেদের মতো করে। ১০ ওভারে দলীয় শতক উঠে আসে। কমে না চার ছয়ের ফুলঝুরি। ১৬ তম ওভারে গিয়ে এ জুটির পতন ঘটে। রোমারিও শেফার্ডের বলে ফিরে যান গিল। করেন ৪৭ বলে ৬৭ রান। ১৬৫ রানের জিতেন্দ্রিয় এক জুটির গল্প এতে শেষ হয়।

আর যতটুকু বাকি ছিল জাইসাওয়াল ও তিলক মিলে শেষ করেন। জাইসাওয়াল অপরাজিত থাকেন ৫১ বলে ৮৪ রান করে। অন্যদিকে তিলক ৫ বলে ৭ রান করে। ৩ ওভার বাকি থাকতেই জয়ের দেখা পায় ভারত।

এর আগে উইন্ডিজ দল টসে জিতে ব্যাটিং করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায়। অর্শ্বদ্বীপ সিং থেকে আসে প্রথম আঘাত। ফিরে যান কাইল মেয়ার্স। এরপর ৬ষ্ঠ ওভার চলাকালীন অর্শ্বদ্বীপের বলে ব্রান্ডন কিংয়ের পতন। এর ১ রান পরেই, নির্ভরযোগ্য ব্যাটার নিকোলাস পুরানকে ফেরান কুলদীপ যাদব; তাঁর প্রথম ডেলিভারিতেই। এরপর দলের খাতায় আর ২ রান যোগ না হতেই, কুলদীপের শিকার অধিনায়ক রোভম্যান পাওয়েল। উইন্ডিজ দল তখন বেশ বিপদে।

সেখান থেকে শাই হোপ ও শিমরন হেটমায়ারের জুটি দলকে অনেকটা উদ্ধার করে। দুজন মিলে তোলেন ৪৯ রান। দলীয় ১০৬ রানে হোপ ফিরলেও (৪৫ রানে), হেটমায়ার ছিলেন। শেষ দিকে ওডেন স্মিথকে সঙ্গী করে ২৪ বলে ৪৪ রানের আরো এক জুটি করেন হেটমায়ার। ফলে দলের রান একটা লড়াই করার মতো জায়গায় পৌঁছে যায়। হেটমায়ার ইনিংসের শেষ ওভারে নিজের উইকেট হারান। ফেরার আগে ৩৯ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। স্মিথ অপরাজিত ছিলেন ১২ বলে ১৫ রান করে। শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান৷

ভারতীয় বোলারদের পক্ষে, অর্শ্বদ্বীপ সিং একাই নেন ৩ উইকেট। কুলদীপ যাদব নেন ২ উইকেট। অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মুকেশ কুমার নেন ১ টি করে উইকেট।

সিরিজ নির্ধারনী শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ১৩ আগস্ট, রবিবার।

৯৭ ডেস্ক

Read Previous

পাকিস্তান সিরিজে আফগানদের ব্যাটিং কোচ প্রদীপ কুমার

Read Next

কোহলির মতে শীর্ষ ব্যাটসম্যান বাবর আজম

Total
0
Share