
আজ (শনিবার) এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হয়েছে বেশ সকালেই। স্কোয়াডে সুযোগ মেলেনি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। তা নিয়ে এখনো আলোচনা চলছে। সেই উত্তপ্ত আলোচনায় হয়তো আরেকটু বাতাস দিলেন, মুশফিকুর রহিমের পত্নী জান্নাতুল কেফায়েত মন্ডি।
এর আগে ক্রিকেটারদের পত্নীরা দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ‘মতামত’ না বলে ‘অনুভূতি’- বলা ভালো, তা প্রকাশ করেছেন। সেসব নিয়ে খবর হয়েছে। আলোচনা হয়েছে সমর্থকদের মধ্যে। আজ ছিল এশিয়া কাপের দল নির্বাচনের দিন। দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। উল্লেখ্য যে, মাহমুদউল্লাহ ও মুশফিক সম্পর্কে একে অপরের ভায়রা-ভাই। অর্থাৎ তাঁদের বিবাহিত স্ত্রী’রা একে অপরের বোন।
মুশফিকের স্ত্রী আজ দুপুরের দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, “ইনজাস্টিস ইজ দ্য নিউ ট্রেন্ড” সাথে একটি বিরক্তি-সূচক ইমোজি যুক্ত করেছেন।
নেটিজেনরা ধারণা করছে, মাহমুদউল্লাহ’র দলে সুযোগ না পাওয়া এই পোস্টের পিছনের কারণ। তাঁদের এই ধারণা অবশ্য একদিনে তৈরি হয়নি। এর আগেও ক্রিকেটারদের পত্নীরা বিভিন্ন ইস্যুতে নিজেদের প্রোফাইলে অনুভূতি ব্যক্ত করেছেন। সেই তালিকায়, মাহমুদউল্লাহ ও মুশফিকের স্ত্রীরাও ছিলেন। সেসব নিয়ে আলোচনা হয়েছে, হয়েছে সমালোচনাও।
আজকে মুশফিকের স্ত্রী’র দেওয়া এই ফেসবুক পোস্ট নিয়েও হয়তো আলোচনা হতে দেখা যাবে।