যেমন দেখা গেল তামিম-নাইমের ওপেনিং জুটি

নাইম
Vinkmag ad

ম্যাচের আবহে অনুশীলন। ওপেনিংয়ে তামিম, নাইম; বল হাতে আক্রমণে তাসকিন, হাসান। তবে হোম অব ক্রিকেটের গ্যালারি ফাঁকা থাকলেও এদিন দর্শকের ভূমিকায় নারী দলের ক্রিকেটাররা। আজকের অনুশীলনের প্রথম সেশনে মূলত ব্যাট করেছে স্কোয়াডের টপ অর্ডার। তামিম, নাইম, শান্তদের মধ্য থেকে সবচেয়ে ভালো ছন্দে দেখা যায় তানজিদ তামিমকে।    

এশিয়া কাপের দল ঘোষণার পর দুপুর ১২ টার দিকে মাঠে ঢুকে ক্রিকেটাররা। শুরুতে ফুটবল নিয়ে গা গরম করে উইকেটে এসে হাজির হন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে নিয়ে বোলিং প্রান্তে আসেন কোচ অ্যালান ডোনাল্ড।

এরপর ম্যাচ খেলার স্টাইলে পাওয়ার প্লে শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ নাইম শেখ। এই দুই ব্যাটারকে একের পর এক চ্যালেঞ্জ জানাতে থাকেন তাসকিন হাসান জুটি। নাইম শেখ অবশ্য হাসানকে লং অন দিয়ে বাউন্ডারি হাঁকান। এরপর তাসকিনের এক বল ডিপ ফাইন লেগ দিয়ে বাউন্ডারি টপকিয়ে নিয়ে ফেলেন তানজিদ তামিম।

তামিমের এই ছয় হাঁকানো দেখে হাত তালি দিতে থাকেন নারী দলের ক্রিকেটাররা। নারী দল ইনডোরে অনুশীলন করে ফেরার সময় লং অন সীমানায় দাঁড়িয়ে উপভোগ করেন। কিছু সময় দৌড়ে এক, দুই করে রান তোলার পর ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন নাইম। এরপর তাসকিনের নিচু লেন্থে আসা বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম।

দুর্দান্ত তাসকিনের গতির ঝড়ে স্টাম্প উঠে যায় নাজমুল হোসেন শান্ত’র। ফের আরও একবার ব্যাট হাতে নামলেন তানজিদ তামিম। প্রথমে দারুণ সব স্ট্রোক্স খেলতে থাকা তামিমকে আউট হওয়ার পর বাউন্ডারি লাইনে ডেকে নিয়ে আসেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মিনিট পাঁচেকের মতো তামিমের সঙ্গে গল্পে মেতে উঠেন হাথুরু।  শান্ত বোল্ড হয়ে ফিরতে ব্যাট হাতে ক্রিজে গিয়ে আবারও শটের ফুলঝুরি ছোটান তানজিদ তামিম।

এরপর ফের শান্ত ক্রিজে, নাইমের সঙ্গে চেষ্টা করেন জুটি গড়তে। এভাবেই শেষ হয় প্রায় ৪০ মিনিটের টপ অর্ডারের ব্যাটিং প্র্যাক্টিস।  

৯৭ প্রতিবেদক

Read Previous

‘আমার উপার্জন সম্পর্কে যে খবরগুলি ঘুরছে তা সত্য নয়’

Read Next

মুশফিক পত্নীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস, নেপথ্যে কি এশিয়া কাপ স্কোয়াড!

Total
0
Share