

ভিরাট কোহলি পড়েন ভালো বিড়ম্বনায়। হোপার এইচকিউ- এর এক রিপোর্ট গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান উল্লেখ ছিল, কোহলি তাঁর ইন্সটাগ্রামের একেকটি স্পনসর হওয়া পোস্ট থেকে ১১.৪৫ কোটি রুপি আয় করেন। এই বিশাল অঙ্ক দেখে নানা আলোচনা চলছিল গতকাল থেকে। তবে আজ (শনিবার) কোহলি নিজে টুইট করে জানিয়েছেন, এই আয়ের বিষয়ে যে খবর বের হয়েছে, তা সত্য নয়।
খ্যাতিমান লোকদের বিড়ম্বনার শেষ নেই। বর্তমান সময়ে তা আরো বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম ও নানারকম খবরের ভিড়ে, আসল খবর চিহ্নিত করা মুশকিল হয়ে পড়ে। কোহলি’কে টুইট করে জানাতে হয়েছে শেষ পর্যন্ত। যে তাঁকে নিয়ে যা ছড়ানো হচ্ছে, তাঁর কোন ভিত্তি নেই। তিনি যা পেয়েছেন জীবনে, তাঁর জন্য কৃতজ্ঞতাও জানালেন।
‘এপর্যন্ত আমি জীবনে যা পেয়েছি, তাঁর জন্য কৃতজ্ঞ এবং ঋণী। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের উপার্জন সম্পর্কে যে খবরগুলি ঘুরছে, তা সত্য নয়।’
– কোহলি’র টুইট।
রিপোর্টের তথ্যে ছিল, ২০ জনের গ্লোবাল তালিকায় ভিরাট কোহলি ছিল একমাত্র ভারতীয়। রিপোর্টে ছিল, ১.১৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন কোহলি। যা ভারতীয় মূল্যে প্রায় সাড়ে ১১ কোটি রুপি, শুধু একটা ইন্সটাগ্রাম পোস্ট থেকে। কোহলির ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা বর্তমানে ২৫৬ মিলিয়ন। সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি’র নামও ছিল। হোপার এইচকিউ- এর কো ফাউন্ডার এ নিয়ে নিজের বক্তব্যও প্রকাশ করেছিলেন।
তবে সে যাইহোক, যাকে নিয়ে খবর- সেই ভিরাট কোহলি জানিয়েছেন, খবরটি সত্য নয়। সেখানে দর্শক-সমর্থকদের এসব নিয়ে উৎসাহ না দেখানোই বরং ভাল।