

আজ (১২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯ঃ৩০ এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম তিনি ঘোষণা করেননি।
পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) জানায় ১৭ সদস্যের স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ২০২৩ এর বিবেচনায় থাকবেন ৩ স্ট্যান্ডবাই ক্রিকেটারও।
স্পিনার তাইজুল ইসলাম, ওপেনার সাইফ হাসান ও পেসার তানজিম হাসান সাকিব আছেন স্ট্যান্ডবাই হিসাবে।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী।
স্ট্যান্ডবাই ক্রিকেটার- তাইজুল ইসলাম, সাইফ হাসান, তানজিম হাসান সাকিব।
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সূচি (লিগ পর্ব)-
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ক্যান্ডি, শ্রীলঙ্কা, ৩১ আগস্ট
বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর, পাকিস্তান, ৩ সেপ্টেম্বর।
বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এ গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও আছে নেপাল। দুই গ্রুপ থেকে মোট ৪ টি দল উঠবে সুপার ফোরে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হবে ফাইনাল।