

ঘোষণা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড। কিছু নাম অনুমেয় ছিল, সেসব বাদে দুই-একটা নামে কিছুটা চমক আছে। একেবারে নতুন হিসেবে দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে। কিছুদিন আগে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেখান থেকেই এশিয়া কাপ- ২০২৩ এর দলে তামিম।
সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল। খেলছেননা এশিয়া কাপ। ছেড়েছেন অধিনায়কত্ব। তামিমের বিকল্প যদি হয় আরেক তামিম, তবে তা মন্দ নয়। তানজিদ হাসান তামিম। তামিম ইকবালের মতোই বাঁহাতি ব্যাটসম্যান। নিজের খেলায় অনুপ্রেরণাতেও ছিল তামিম ইকবালের নাম। তবে দেশ-সেরা ওপেনারের সেই পথে নতুন তামিমের পথচলা শুরু হচ্ছে কি না, তা সময় বলে দিবে। আপাতত এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম।
আজ (শনিবার) ছিল এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন। শনিবার সকাল সকাল এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। নতুন মুখ তানজিদ হাসান তামিম সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শোনালেন আশার কথা।
‘তানজিদ তামিমের…আমরা ন্যাশনাল সিলেকশন প্যানেল যথেষ্ট কনফিডেন্ট। ও’কে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। লাস্ট ইমার্জিং কাপে যথেষ্ট পারফর্ম করেছে। হোপফুল, ইনআশাল্লাহ, আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে।’
২০২৩ ইমার্জিং এশিয়া কাপে তানজিদ তামিমের পারফর্ম্যান্স ছিল যথেষ্ট ভাল। ৪ ম্যাচ খেলে ১৭৯ রান সংগ্রহ করেছেন এই ওপেনার। সেখানে শ্রীলঙ্কা, ওমান ও ভারতের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি। নিজের উন্নতির চেষ্টা সবসময় তামিম করেন, বর্তমান নিয়ে ভাবেন- এসব কথা তাঁর মুখ থেকে শোনা গেছে। এখন জাতীয় দলে এসে সকলের আস্থার প্রতিদান দিবেন, সেটাই কাম্য।