রিয়াদকে বাদ দেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

নান্নু রাজ্জাক বাশার
Vinkmag ad

এশিয়া কাপের জন্য আজ ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ তিন ক্রিকেটার ফিরলেওজায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানালেন, প্রথমে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, এরপর অধিনায়কহেড কোচের সাথে আলোচনা করেই রিয়াদকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

এশিয়া কাপের দলে একমাত্র নতুন মুখ তানজিদ হাসান তামিম। ফিরলেন শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান নাসুম আহমেদ। সবশেষ ওয়ানডে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে, টিম ম্যানেজমেন্ট মনে করেছে রিয়াদকে বাইরে রাখতে।

‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট আমাদের একটা প্ল্যান দেয়, সামনে কোন সিরিজে খেলবে দল। এই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। ম্যানেজমেন্টের প্ল্যানটাকে আমরা মনে করেছি অবশ্যই ভালো। ওদের সাথে যেহেতু হেড কোচের একটা প্ল্যান আছে টিম কিভাবে পরিচালনা করবে। অধিনায়কের সাথেও আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘বিশ্বকাপের দল না এটা এশিয়া কাপের দল। বিশ্বকাপের দল দিলে এটা নিয়ে জানানো হবে। টিম ম্যানেজমেন্ট আমাদের যেভাবে প্ল্যান দিয়ে সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই এই দল নির্বাচন করা হয়েছে।’

আর সৌম্য সরকারের দলে ফেরার ইস্যুতে নির্বাচক প্যানেলে হয়নি কোনো আলোচনা। সবশেষ ঘরোয়া ক্রিকেটে খারাপ করা সৌম্যকে সুযোগ দেওয়া হয়েছিল ইমার্জিং এশিয়া কাপে। সেখানেও আহামরি কোনো পারফর্ম করে নির্বাচকদের মন জয় করতে পারেননি সৌম্য।

৯৭ প্রতিবেদক

Read Previous

রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

Read Next

তামিমকে নিয়ে বড় আশা নান্নুর সিলেকশন প্যানেলের

Total
0
Share