এলপিএল খেলতে দেশ ছাড়ছেন লিটন

কানাডায় লিটনকে বড় দায়িত্ব দিল সারে জাগুয়ার্স
Vinkmag ad

এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) ২০২৩ এ খেলতে আগামীকাল শ্রীলঙ্কার বিমানে উঠছেন লিটন দাস। ক্রিকেট৯৭ নিশ্চিত হয়েছে আগামীকাল বেলা ১২ঃ৩০ এ দেশ ছাড়বেন লিটন। 

এবারের এলপিএল মাতিয়ে দেশে ফিরেছেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসের হয়ে খেলে লঙ্কান ভক্ত সমর্থকদেরও হৃদয় জয় করেন তিনি। লিটন দাস অবশ্য খেলবেন গল টাইটান্সের হয়ে। 

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

এই গল টাইটান্সের আইকন লিটন দাসের সতীর্থ সাকিব আল হাসান। গল টাইটান্সের স্কোয়াডে আছেন আরেক বাংলাদেশি মোহাম্মদ মিঠুনও। তাই লঙ্কায় গিয়ে চেনাজানা মানুষের অভাব হবে না লিটন দাসের।  

এমনিতে এলপিএল ২০২৩ এ সুবিধাজনক অবস্থানে নেই সাকিব-মিঠুন-লিটনদের দল গল টাইটান্স। ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে।

গল টাইটান্সের পরবর্তী ম্যাচ ১৩ আগস্ট বাংলাদেশ সময় বেলা ৩ টা ৩০ মিনিটে, প্রতিপক্ষ জাফনা কিংস। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ১৫ আগস্ট রাত ৮ টায়, প্রতিপক্ষ কলম্বো স্ট্রাইকার্স। লিটনকে নিয়ে ভাগ্য বদলের চেষ্টা করবে গল, জিততে চাইবে শেষ দুই ম্যাচ। 

কিছুদিন আগেই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফেরেন লিটন। যেখানে সারে জাগুয়ার্সের হয়ে খেলা লিটন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দল ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। অবশ্য গ্লোবাল টি-টোয়েন্টি স্বীকৃত টি-টোয়েন্টি লিগ না হওয়ায় এই পারফরম্যান্স রেকর্ডে যুক্ত হবে না।

আইপিএল খেলে লিটন সব মিলে খেলেছেন ১৮২ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে। ১৭৭ ইনিংসে ব্যাট করে ৪১০৮ রান করেছেন তিনি। ১২৮.০১ স্ট্রাইক রেটে রান করা লিটনের ফিফটি ২৪ টি, সেরা ৮৩ রানের ইনিংস।

৯৭ প্রতিবেদক

Read Previous

এশিয়া কাপে থাকছেন না রিয়াদ, আফিফ

Read Next

রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

Total
0
Share