

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগেরদিন গুলশানে নিজ বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নতুন ওয়ানডে হিসেবে সাকিব আল হাসানেরনাম। আজ অবশ্য মিরপুর হোম অব ক্রিকেটে প্রেস কনফারেন্স ডেকে স্কোয়াড ঘোষণা করল মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল।
সাকিবের নেতৃত্বাধীন এই দলে সুযোগ পাননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চমক হিসেবে দলে ঢুকলেন অনূর্ধ্ব–১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের ওপেনার তানজিদ হাসান তামিম।
ফিরলেন মোহাম্মদ নাইম শেখ ও শেখ মেহেদী হাসান। জায়গা হয়নি সৌম্য সরকারের।
এশিয়া কাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।