এশিয়া কাপে থাকছেন না রিয়াদ, আফিফ

রিয়াদ আফিফ
Vinkmag ad

ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান চূড়ান্ত হয়েছেন। অবশ্য যেভাবে খবরটা প্রচার হওয়ার কথা ছিল, বিসিবি থেকে সেভাবে হয়নি। বোর্ড সভাপতি আজ (শুক্রবার) দুপুরে কিছু গণমাধ্যমের উপস্থিতিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। সেখানে আরো কথা হয়েছে কিছু বিষয় নিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন কি না, পাশাপাশি আফিফ হোসেন ধ্রুব সুযোগ পাবেন কি না, সেসবও জানিয়েছেন বিসিবি সভাপতি।

বোর্ড সভাপতির নিজ বাস ভবন যেন সবসময় চমক হয়ে আসে। আজ (শুক্রবার) সেখানেই নতুন ওয়ানডে অধিনায়কের নাম নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসানের নাম ঘোষণার পর, কথা বলেছেন আরও কিছু বিষয় নিয়ে।

আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। পাকিস্তান ইতিমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে। আগামীকাল দল ঘোষণার জন্য শেষ দিন। শেষ দিনে নিজেদের দল ঘোষণা করবে বাংলাদেশ, এমনটি জানা গেছে।

অনেকদিন থেকেই প্রশ্ন ঘুরছে, প্রাথমিক স্কোয়াডে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ কী থাকছেন এশিয়া কাপের দলে? সে প্রশ্নের উত্তর কিছুটা হলেও বোধহয় পাওয়া যায় বিসিবি সভাপতির কথাতে।

‘মেইন স্কোয়াডে না নিলে একরকম সিদ্ধান্ত। যে- নিয়ে যাব, খেলাব না। কিন্তু কিছু প্লেয়ার আছে, যাদের মেইন স্কোয়াডে নিয়ে খেলাতে হবে। তাহলে বাদটা দিবে কাকে! সিদ্ধান্তটা অত সহজ না। আমি আপনাদের একটা বিষয় বলি, আমি মনে করি, যে দল যাবে তাঁরা ভালো খেলবে।’

মেইন স্কোয়াডে নিয়ে খেলাতে হবে, এমন খেলোয়াড়দের কথা আসলে, দীর্ঘদিন দলে খেলেছেন এমন নাম আসে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের কথা স্বাভাবিকভাবেই চলে আসে। সভাপতি অবশ্য অনেকটা নিশ্চিত করলেন, যখন অতিরিক্ত তালিকায়, রিয়াদ বা আফিফ- দের নাম থাকার কথা তিনি তুললেন।

‘আসলে অপশন নেই৷ অ্যাডিশনাল খেলোয়াড় কাকে নিব, সেটা জিজ্ঞেস করতে পারেন আমাকে। অ্যাডিশনাল খেলোয়াড় হিসেবে অবশ্যই আফিফ, মাহমুদউল্লাহ, শামীম পাটোয়ারি আছে।’

মাহমুদউল্লাহ’র সাথে আফিফকেও অতিরিক্ত খেলোয়াড় তালিকায় রাখলেন নাজমুল হাসান পাপন। সেক্ষেত্রে ৭ নম্বর পজিশনে খেলানোর জন্য তাঁদের যে মূল একাদশে আপাতত বিবেচনা করা হচ্ছে না, তা অনেকটা বোধগম্য হয়ে যায়।

এশিয়া কাপের মূল দলে মাহমুদউল্লাহ-আফিফ; তাঁরা না থাকলে, বিশ্বকাপের ফলে সুযোগ মেলা বেশ কঠিন হবে তাঁদের জন্য। আগামীকাল (শনিবার) দল ঘোষণা হলে ও বিসিবি কর্মকর্তাদের প্রশ্ন-উত্তর পেলে হয়তো আরো পরিস্কার হওয়া যাবে এ বিষয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

‘সাকিব ভাই’য়ের নেতৃত্বে আমরা বিশ্বকাপে সেরাটা দিতে পারব’

Read Next

এলপিএল খেলতে দেশ ছাড়ছেন লিটন

Total
0
Share