

সব গুঞ্জন উড়িয়ে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ ঘোষণা করলেন নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের নাম। এরপর থেকেই শুভেচ্ছা আর শুভকামনায় ভাসছেন বিশ্বের সেরা ক্রিকেট তারকা সাকিব। সাকিবের কাঁধে নেতৃত্ব উঠায় সবাই যেন খুশি। এবার লিটন দাস জানালেন, সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপ ও এশিয়া কাপে সেরাটা দিতে চায়।
গত জুলাইয়ে তামিম ইকবাল মাঠের বাইরে যাওয়ার পর থেকেই লিটন দাস সামলাচ্ছেন ওয়ানডে দলের অধিনায়কত্ব। এরপর তামিম অবসর ভেঙ্গে ফিরলেও জানিয়ে দিলেন, তিনি আর থাকছেন না অধিনায়কের দায়িত্বে। স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিল লিটনের নামও। কিন্তু দলে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান থাকতে মেগা আসরের আগে অধিনায়কের জন্য বিবেচিত হননি লিটন।
বিসিবিও করল সবচেয়ে সহজ কাজটাই। সবচেয়ে বড় তারকা সাকিবকেই দিল গুরুভার। সাকিবের অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে বাংলাদেশ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে অধিনায়ক সাকিবকে অভিনন্দন জানিয়ে লিটন দাস লিখেন, আত্মবিশ্বাসের কথা।
‘অভিনন্দন সাকিব ভাই। আশা করি আপনার নেতৃত্বে আমরা আসন্ন টুর্নামেন্টে আমাদের সেরাটা দিতে পারব।’
বিশ্বকাপের আগে এশিয়া কাপ আসরদিয়ে অধিনায়ক সাকিবের মিশন শুরু। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলে বিশ্বকাপ অভিযানে যাবে সাকিবের দল। এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন শেষ আগামীকাল। কালই স্কোয়াড জানাবে বিসিবির নির্বাচক প্যানেল।