
ভারতের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার রোহিত শর্মা ও ভিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং লাইনআপে এই দুইজনের বেশ বড় ভূমিকা থাকে। একটা কথা প্রায়ই ওঠে, টি-টোয়েন্টি দলে রোহিত ও কোহলিকে কেন দেখা যায় না। তাঁরা কি বিশ ওভারের খেলা থেকে ইস্তফা দিয়েছে? বোর্ড তাঁদের দলের বাইরে রাখতে চায়? ইত্যাদি নানা কথা চলতে থাকে। তবে রোহিত শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কী কারণ তাঁদের দুজনের দলে না থাকার।
বিশ ওভারের খেলাগুলোতে হার্দিক পান্ডিয়া এখন নেতৃত্ব দিয়ে থাকেন। রোহিত শর্মাকে দেখা যায় শুধু ওয়ানডে ও টেস্ট দলে। ভিরাট কোহলির ব্যাপারটাও তাই। একাদশেই থাকেননা এই দুইজন। ২০২৩ সালে এখন পর্যন্ত কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি দুজনের কেউই। এসব নিয়ে সমর্থকদের মনেও নানা প্রশ্ন দানা বাঁধে। সম্প্রতি আবার অস্ট্রেলিয়া দলের আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে স্টিভ স্মিথ ওপেনিং স্লটে ব্যাট করবেন, এমন খবরে ভারতীয় সমর্থকেরা কোহলির ব্যাপার টেনে আনেন। কোহলিকে ওপেনিংয়ে দেখতে চাওয়ার আশা তাঁদের। যেখানে বিশ ওভারের খেলাতেই নেই তিনি। এমন অবস্থা আরো কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের; রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি- তাঁরাও খেলছেননা টি-টোয়েন্টি।
এর পিছনে কী কারণ? জবাব দিয়েছেন রোহিত নিজেই।
‘আগের বছরের আমরা একই কাজ করেছি- টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তখন, তো আমরা তখন ওয়ানডে ক্রিকেট খেলিনি। এখনো আমরা একই জিনিস করছি। ওয়ানডে বিশ্বকাপ সামনে, তো আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে খেলছিনা। আপনি সবকিছু খেলতে পারবেননা, যেখানে বিশ্বকাপের জন্য তৈরি হবেন। আমরা দুই বছর আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
রোহিত জাদেজার প্রসঙ্গও টানেন। জাদেজা যে বিশ ওভারের খেলা খেলছেনা, তা নিয়ে আলোচনা নেই- সেই দিকটা উল্লেখ করেন তিনি। জাদেজার কথা জিজ্ঞেসও করা হয় না, কেন সে খেলছে না! অথচ কোহলি-রোহিত; তাঁদের জিজ্ঞেস করা হয় সকলের আলোচনার জায়গাটা টের পান রোহিত।
‘জাদেজাও কিন্তু টি-টোয়েন্টি খেলছে না। আপনি কিন্তু তাঁর কথা জিজ্ঞেস করেননি। আমি বুঝতে পেরেছি আলোচনার জায়গাটা। কিন্তু জাদেজাও কিন্তু খেলছে না।’- এক রিপোর্টারের প্রশ্নের জবাবে রোহিত বলেন।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য রোহিত-কোহলি এবং পুরো দল প্রস্তুত হচ্ছে। ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে আলাদা স্বপ্ন দলটির রয়েছে। তবে দলের ‘কম্বিনেশন’ নিয়ে আছে প্রশ্ন। মিডল-অর্ডারে ইনজুরির সমস্যা চিন্তায় ফেলেছে ভারতীয় অধিনায়ক, সাবেক ও সমর্থক- সকলকেই।