

বিশ্বকাপের আগে এশিয়া কাপ আসরদিয়ে অধিনায়ক সাকিবের মিশন শুরু। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলে বিশ্বকাপ অভিযানে যাবে সাকিবের দল। এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন শেষ আগামীকাল। কালই স্কোয়াড জানাবে বিসিবির নির্বাচক প্যানেল। ১৭ সদস্যের দল নিয়ে এরমাঝেই অধিনায়কের সাথে আলাপ করবেন মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল।
ফিটনেস ক্যাম্পের পর ইয়ো-ইয়ো টেস্ট দল বাংলাদেশ দল এখন স্কিল ট্রেনিং ও অনুশীলনে ব্যস্ত। এশিয়া কাপকে সামনে রেখে কাল দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতোদিন দল বাছাই করা হয়ে গেলেও অধিনায়ক না থাকার ইস্যুতে তা প্রকাশ করতে পারেনি নির্বাচকরা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আজ ঘোষণা করলেন নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের নাম।
এবার অধিনায়কের সঙ্গে আলোচনা করে দল ঘোষণা কেবল সময়ের ব্যাপার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পুরো প্রক্রিয়ার কথা। আগামীকাল শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা হতে পারে।
‘আমার জানা মতে, কাল ওদের (নির্বাচক) দল ঘোষণা করার কথা। নির্বাচকরা লম্বা একটা দল তৈরি করেন। কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে সেটা চূড়ান্ত করেন। কোচ যেহেতু কাল আসলেন, অধিনায়ক ঠিক করা হয়নি। এখন আমার ধারণা, আলাপ করে দলটা কাল ঘোষণা করে দেবে।’
সাকিব লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন। তার সাথে ফোন কলে আলোচনা করে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিবি। নির্বাচক প্যানেলও মোবাইল ফোনেই সারবেন অধিনায়কের সঙ্গে দল নিয়ে পরিকল্পনা।