

আরও একবার, আবার সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আরেক গুরুত্বপূর্ণ আসর এশিয়া কাপ দিয়ে অধিনায়ক সাকিবের মিশন শুরু। সাকিব ও তার দলকে শুভকামনা জানালেন প্রাক্তন ব্যাটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান।
২০১১ ওয়ানডে বিশ্বকাপের এক যুগ পর ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যাবে সাকিবের অধীনে। ‘ভয়েস অব বাংলাদেশ ক্রিকেট’ খ্যাত আতহার আলি খান বেজায় খুশি সাকিবের মাথায় নেতৃত্বের মুকুট উঠায়।
আতহার আলি খান এক টুইট বার্তায় আসন্ন বিশ্বকাপের অধিনায়ক সাকিবকে অভিনন্দন ও তার দলের জন্য শুভকামনা জানিয়ে লিখেন।
‘অভিনন্দন সাকিব আল হাসান (ওডিআইয়ের জন্য নবনিযুক্ত অধিনায়ক), তাকে এবং বাংলাদেশ দলের জন্য শুভ কামনা।’
https://twitter.com/AtharAliKhan97/status/1689926607442518016?s=20
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আজ ঘোষণা করলেন নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের নাম। সাকিব লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন। তার সাথে ফোন কলে আলোচনা করে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিবি। তবে তিন ফরম্যাটেই সাকিব অধিনায়কত্ব সামলাবেন কি না দেশে ফিরে আসলেন ফের আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে বোর্ড সভাপতি।