আগুনে পুড়ল ইডেনের ড্রেসিংরুম

ইডেন
Vinkmag ad

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ভারতের স্টেডিয়ামগুলো এখন ব্যস্ত সময় পার করছে। সকল স্টেডিয়ামে চলছে পুরোদমে কর্মযজ্ঞ। কলকাতায় অবস্থিত ‘আইকনিক’ স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। ইডেন গার্ডেন্সও নিজেদের কর্মকাণ্ড সেরে নিচ্ছে। তবে গতকাল (বুধবার) রাতে ইডেনের এক ড্রেসিংরুমে আগুন লাগার ঘটনা ঘটে। বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে দ্রুতই।

স্থানীয় সংবাদের ভিত্তিতে জানা যায়, কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের এক ড্রেসিংরুমে গতকাল (বুধবার) রাত ১১.৫০ মিনিটের দিকে আগুন লাগে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভেন্যু কলকাতার এই স্টেডিয়াম। কলকাতার ক্রিকেট-প্রেমীরা তো আছেন, বাংলাদেশের ক্রিকেট-প্রেমীদের কাছেও নিকটের এই ভেন্যু। বিশ্বকাপ দেখতে ভারতের অন্যান্য ভেন্যুতে বাংলাদেশী দর্শকেরা যাবেন, এরচেয়ে বেশি আগ্রহ কলকাতায় বাংলাদেশের দু’টি ম্যাচ নিয়ে।

গতরাতের আগুন লাগার ঘটনাটি প্রথম দেখতে পায়, মাঠের একজন গ্রাউন্ড স্টাফ। তিনি দেখতে পান, অ্যাওয়ে দলের ড্রেসিরুম থেকে ধোঁয়া বের হচ্ছে। তথ্যসূত্র অনুযায়ী, ড্রেসিংরুমে ফলস সিলিং দিয়ে আগুনের ধোঁয়া বের হচ্ছিল। এরপর দমকল বাহিনীর দুই ইউনিট এসে দ্রুত আগুন নেভানোর কাজ সমাধা করে। কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে আছে একটি সেমিফাইনাল ম্যাচও, যা নভেম্বরের ১৬ তারিখ অনুষ্ঠিত হবে। অক্টোবরের ১৩ তারিখ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে ইডেনের বিশ্বকাপ পর্ব শুরু হবে। এছাড়াও ভারত ও সাউথ আফ্রিকা লড়বে এই মাঠে, নভেম্বরের ৫ তারিখ।

গত সপ্তাহে ইডেন গার্ডেন্স পরিদর্শন করেছিল আইসিসি ও বিসিসিআই প্রতিনিধি দল। প্রস্তুতি সারতে গিয়ে হঠাৎ করে আগুন লাগার এই ঘটনা ইডেনে খুব বেশি প্রভাব রাখবেনা বলেই মনে করা হচ্ছে।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপে ভারতের মিডল-অর্ডার নিয়ে বিচলিত যুবরাজ

Read Next

ইংল্যান্ড দলে গতি-ঝড় হয়ে আসতে পারেন গাস আটকিনসন

Total
0
Share