

ভারতের মিডল-অর্ডার নিয়ে কিছুটা চিন্তার জায়গা তৈরি হয়ে আছে। লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার-কে নিয়ে দ্বিধা আছে। দুজনেই ইনজুরিতে। এখন আছেন রিকোভারি পর্যায়ে। তবে সময় লাগবে, এমনই মত চিকিৎসকদের। ভারতের সাবেক ‘নাম্বার ফোর’ ব্যাটার যুবরাজ সিং; ভারতীয় দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কিছুটা সন্দিহান।
ভারতীয় ক্রিকেটে ‘ইম্প্যাক্ট’ ব্যাটিং করতেন যুবরাজ। যখন খেলেছেন, মাঠে ব্যাট হাতে নেমেছেন; দলের রানে চাপ পড়তে দিতেননা। চমৎকার কাভার ড্রাইভ, খোলাহাতে যেভাবে ছয়ের মার খেলতেন, মিডল-অর্ডারে ভারতকে প্রয়োজনের সময় সামলে দিয়েছেন যুবরাজ-ই। ২০১১ বিশ্বকাপ জয়ী দল ভারত। সে-ই বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৩৬২ রান নিয়ে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ জিতেছিলেন এই ভারতীয়।
আবেগকে কিছুটা দূরেই রাখতে চান এই সাবেক ক্রিকেটার। দূরে রেখে ভারতের সম্ভাবনা খুঁচিয়ে দেখতে চান। সেই দেখাতে কিছুটা বিচলিত হতে হয় থাকে। শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশাব পান্ট- ভারতের এই তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার আছেন ইনজুরির কবলে। মিডল-অর্ডার নিয়ে তাই শঙ্কার জায়গা আছে। যুবরাজের মধ্যেও সেই শঙ্কাই কাজ করছে।
যুবরাজ ভারতের বিশ্বকাপ সম্ভাবনার কথা বলতে গিয়ে এসবই বলেন,
‘আমি দেশপ্রেমিক হতে পারি; হয়ে বলতে পারি, ভারত তো জিতবে, কারণ আমি একজন ভারতীয়। কিন্তু আমি অনেক সমস্যা দেখছি ভারতের মিডল-অর্ডার নিয়ে, কারণ ইনজুরি। যদি এসব সমস্যা ঠিক করা না যায়, আমরা ভুগবো; বিশেষ করে চাপের ম্যাচগুলোতে। চাপের ম্যাচে ‘এক্সপেরিমেন্ট’ করো না।’
ভারত এই সময় বেশ নতুন কিছু চেষ্টা করছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেভাবে একাদশ সাজানো হয়েছে, তা ‘এক্সপেরিমেন্ট’- কে প্রাধান্য দিয়ে। ৩ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ওয়ানডে পরাজিত হয় ভারতীয় দল। যুবরাজ ভাবছেন, শুধুমাত্র ভিরাট কোহলি তিনে নেমে, ইনিংস সাজাবে না। আর পরের দিকে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাটিং। কিন্তু মাঝখানে যাদের প্রয়োজন, তাঁরা যদি না ফেরে- তবে ভারতীয় দলের সম্ভাবনার জায়গা থেকে কিছুটা কমতি দেখলেন যুবরাজ সিং।