অধিনায়কত্ব ইস্যুতে লিটন বললেন, ‘২-১ দিন অপেক্ষা করেন’

অধিনায়কত্ব ইস্যুতে লিটন বললেন, ‘২-১ দিন অপেক্ষা করেন’
Vinkmag ad

লিটন দাস আজ যুক্ত হলেন মানিগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। অনুষ্ঠানের এক ফাঁকে তার কাছে গণমাধ্যমে্র প্রশ্ন অধিনায়ক ইস্যুতে কতটুকু জানেন তিনি। কারণ লিটন নিজেও একজন অধিনায়কের প্রার্থী, তার সাথে এরমধ্যেই বোর্ড সভাপতির আলোচনা হয়ে যাওয়ার কথা। লিটনের কথায় তেমন ইঙ্গিত মিলেছে, তবে অধিনায়কত্ব নিয়ে খোলাসা করলেন না এখনই। ঘোষণার দায়িত্ব ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডেই ছেড়ে দিলেন লিটন।  

অধিনায়কত্ব প্রসঙ্গে লিটন দাসের কাছে তার আপডেট জানতে চাওয়া। তবে পরিস্কার করে বললেন না কিছুই, বললেন আর এক দু’দিন অপেক্ষা করতে।

এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়ত ১-২ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার থেকে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলাটা উচিৎ হবে না কোনো ক্ষেত্রেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেতে যাবেন।’

লিটন দাস বর্তমান সময়ে বাংলাদেশ দলের অন্যতম ভরসা। লিটনের কাছে দলেরও চাওয়া অনেক, লিটন নিজেও এভাবেই চেষ্টা করছেন শতভাগ দিয়ে অবদান রাখতে। আরও একবার গণমাধ্যমের সামনে শুনিয়ে গেলেন নিজের চেষ্টার গল্প,  

‘যেহেতু অনেকদিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাই দেশকে ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সবসময় করি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

লিটনের সর্বকালের সেরা একাদশে সাকিব জায়গা পেলেও বাইরে তামিম

Read Next

বিশ্বকাপে ভারতের মিডল-অর্ডার নিয়ে বিচলিত যুবরাজ

Total
0
Share