সাকিব, মিলারকে মুগ্ধ করা হৃদয় ছুঁয়েছেন লঙ্কান দর্শকের মনও

হৃদয় 1
Vinkmag ad

তৌহিদ হৃদয় ফিরেছেন নিজের কর্ম সেরেই। যে ৬ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। মাঠে একটু যেদিন সময় দিয়েছেন নিজের দায়িত্ব খুব ভালোভাবেই সেরেছেন। আজ (বুধবার) দেশে ফিরেছেন হৃদয়। বাংলাদেশের দর্শকেরা খুব খুশি তাঁর উপর। হৃদয় নিজেও খুশি। এসে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

৫৪, ২৪, ৪৪*, ১৯, ০, ১৮* – এই ছিল হৃদয়ের ৬ ম্যাচের পারফর্ম্যান্স। প্রচুর স্ট্রাইক রোটেশন করেছেন। নিজের রিস্ট ব্যবহার করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি সবই পেয়েছেন। সাকিবের দল গল টাইটান্সের হয়ে ম্যাচে ৪৪ রানে ছিলেন অপরাজিত। সে ম্যাচে সাকিবকেও ভালোই মোকাবিলা করেছেন তিনি। আজ কথা বলতে গিয়ে সে প্রসঙ্গও আসল।

‘সাকিব ভাই’র সঙ্গে ম্যাচ ভালো ছিল। সাকিব ভাই খেলা শেষে বলেছে, ভালো ব্যাটিং হয়েছে। আমি পাওয়ার প্লে’তে ব্যাটিং করছিলাম, তখন সিচুয়েশন ডিমান্ড করছিল যে রানের দরকার। প্রতি বলে কিভাবে রান বের করা যায় সে চেষ্টা করছিলাম। সাকিব ভাই আছেন বা আরও বড় কেউ আছেন, এমন কিছু আমার মাথায় কাজ করে না। সবসময় আমি আমার নিজের স্ট্রেংথে থাকার চেষ্টা করি।’

হৃদয়ের এই সাহসের তারিফ সবাই করেন। যতটুকু সাহস প্রয়োজন হৃদয় তা সবসময় দেখিয়ে এসেছেন। খুব বেশি না, খুব কম না। যতটুকু ততটুকু। শ্রীলঙ্কার দর্শকদের থেকেও ভালো সাড়া পেয়েছেন। মাঠে তাঁর নাম উচ্চারিত হয়েছে। পেয়েছেন সেখানকার মাঠ সম্পর্কেও কিছু ধারণা। এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে।

‘ভালোই পেয়েছি। সবাই…বাউন্ডারিতে যখন ফিল্ডিংয়ে যাই… মানে ওরা আমাকে চিনেছে। সবসময় হৃদয়, হৃদয় বলে ডাকে।’

‘হয়তো আসতে পারে। ওই নির্দিষ্ট দিনে কেমন করব সেটা হলো চ্যালেঞ্জ। তারপরও ওইখানে গিয়েছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে আইডিয়া হয়েছে। একটু তো হেল্প হবে আমার জন্য এবং আমার দলের জন্য।’

ডেভিড মিলার ছিল হৃদয়ের দলের সতীর্থ। তাঁর প্রসঙ্গ চলে আসে কথা বলতে গিয়ে। হৃদয়ও জানান, মিলারের ‘অ্যাপ্রিসিয়েশন’ পেয়েছেন। সাকিবকে ওভার বাউন্ডারি হাঁকানো শট নিয়ে পুরো দলে সাড়া পড়ে যায়।

‘মিলার আমাকে বার বার অ্যাপ্রিসিয়েট করছিল। বিশেষ করে আমি সাকিব ভাইকে যে ছয়টা মেরেছি, শুধু মিলার না, পুরো টিম আসলে বলছিল, এটা আসলে কী শট (হাসি)। মিলার বলছিল, এটা শট অব দ্য ডে। ব্যাটিং শেষে মিলার অনেক কথাও বলেছে ব্যাটিং নিয়ে। সে আমার কাছ থেকে শুনেছে, আমি কিভাবে কি করি। অবশ্যই ভালো লেগেছে। সে লেজেন্ড প্লেয়ার। আমিও চাচ্ছিলাম মিলারের সঙ্গে একটু কথা বলি। কিন্তু সাহসটা পাচ্ছিলাম না। পরে দেখেছি ওই আমার সঙ্গে কথা বলেছে, তখন সবসময় চেষ্টা করেছি ওর সঙ্গে কথা বলার। ওর কাছ থেকে যতটা নেওয়া তা চেষ্টা করেছি।’

৯৭ ডেস্ক

Read Previous

দুরন্ত হৃদয় ফিরে এসে শোনালেন লঙ্কা জার্নি

Read Next

লিটনের সর্বকালের সেরা একাদশে সাকিব জায়গা পেলেও বাইরে তামিম

Total
0
Share