দুরন্ত হৃদয় ফিরে এসে শোনালেন লঙ্কা জার্নি

হৃদয়
Vinkmag ad

তৌহিদ হৃদয় ফিরেছেন তাঁর ফ্র্যাঞ্চাইজি জার্নি শেষ করে। তাঁর জার্নি বলাই ভাল, কারণ দলের জার্নি এখনো চলছে। যতটুকু খেলেছেন, হৃদয় জয় করেই ফিরেছেন। ‘জাফনা কিংস’ দলের সকলে হৃদয়ের ছোট এই সফর মনে রাখবে, তা আত্মবিশ্বাস নিয়েই বলা যায়। দেশে ফিরে এই ক্রিকেটার কথা বলেছেন তাঁর লঙ্কা জার্নি নিয়ে।

আজ (বুধবার) শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরেছেন হৃদয়। তাঁর লঙ্কায় খেলার অভিজ্ঞতা, নিজের পরিকল্পনাগুলো কীভাবে মাঠে কার্যকর করেছেন- ইত্যাদি বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি।

‘সো ফার, আলহামদুলিল্লাহ। আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। অনেক উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি। আশা করি সেটা সামনে কাজে লাগবে। আমি ওইভাবে চিন্তা করিনি। চিন্তা করেছি যে প্রসেসে ছিলাম, সেটাতে থাকার। চেষ্টা করেছি যদি সুযোগ আসে, তাহলে সেটা ভালোভাবে কাজে লাগানোর। আমি আমার প্ল্যানে থাকি। চেষ্টা করি বল ধরে ধরে খেলার জন্য।’

হৃদয় নিজের প্রসেস জানেন, সেই প্রসেস মানেন। বল ধরে ধরে যে তিনি খেলেন, তা তাঁর স্ট্রাইক রোটেশনের হার দেখলেই বোঝা যায়। হৃদয়ের মনে কোন আফসোস কাজ করে না। তিনি জানেন যে, তিনি পুরো টুর্নামেন্টের জন্য সেখানে যান নাই। যতদিন জাফনা কিংসের ড্রেসিংরুমে ছিলেন, সবাই তাঁকে দারুণভাবে ‘ট্রিট’ করেছে, সেটা বলতেও ভুললেন না।

‘সবসময়ই ভালো মুহূর্ত ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ট্রিট করেছে। আমি যে বাহিরের কেউ, সেটা বুঝতে দেয়নি। থিসারা ছিলেন, মারিও ছিলেন, আমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছে এমন কয়েকজন ছিল। আমার মনে হয়নি যে আমি ওখানে একা। সবসময় ওরা আমাকে সাপোর্ট করেছে। আমিও চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার।’

“আমার কোনো আফসোস কাজ করে না। যা হয়েছে ভালো হয়েছে। আমি পুরো টুর্নামেন্টের জন্যও যাইনি। ওরা মাঝে আমাকে রিকোয়েস্ট করেছে। কিন্তু থাকা হয়নি। আমি যা ফিল করি, যেটা হয়েছে ভালোই হয়েছে।’

৯৭ ডেস্ক

Read Previous

কাউন্টিতে পৃথ্বীর ২৪৪ রানের ধ্বং’সাত্মক ইনিংস

Read Next

সাকিব, মিলারকে মুগ্ধ করা হৃদয় ছুঁয়েছেন লঙ্কান দর্শকের মনও

Total
0
Share