কাউন্টিতে পৃথ্বীর ২৪৪ রানের ধ্বং’সাত্মক ইনিংস

কাউন্টিতে পৃথ্বীর ২৪৪ রানের ধ্বং’সাত্মক ইনিংস
Vinkmag ad

ভারতীয় ব্যাটার পৃথ্বী শ- এর ‘ট্যালেন্ট’ নিয়ে কোন দ্বিমত থাকেনা সাধারণত। বর্তমানে আছেন জাতীয় দলের বাইরে। তবে খেলছেন ইংল্যান্ডের ঘরোয়া লিগ। আজ (বুধবার) নর্থাম্পটনশায়ারের পক্ষে ওয়ানডে কাপ টুর্নামেন্টের ম্যাচে হাঁকিয়ে বসেছেন এক ডাবল সেঞ্চুরি।

ঘরোয়াতে নর্থাম্পটনের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন পৃথ্বী। ৫০ ওভারের ম্যাচ। সোমারসেটের বিপক্ষে নর্থাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া সে ম্যাচে ১২৯ বলে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটার। ডাবল সেঞ্চুরি করতে ২৮ টি চারের মার ও ১১ টি ছয়ের মার খেলেছেন পৃথ্বী। পরবর্তীতে ১৫৩ বলে ২৪৪ রানে থামে তাঁর এই ইনিংস। এর আগে বিজয়-হাজারে ট্রফি, ২০২০-২০২১ আসরে মুম্বাইয়ের পক্ষে ২২৭ রান করেছিলেন তিনি।

পৃথ্বীর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবং ওয়ানডে কাপে, আরো ৪ ভারতীয় চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাঁরা হলেন, চেতেশ্বর পুজারা (সাসেক্স), অজিঙ্কা রাহানে (লিস্টারশায়ার), অর্শ্বদ্বীপ সিং (কেন্ট), নবদীপ সাইনি (ওরচেস্টারশায়ার)।

আজকের (বুধবার) ইনিংসে পৃথ্বী শতকের দেখা পান মাত্র ৮১ বলে। এরপর ১৫০ এ পৌঁছাতে খরচ হয় মাত্র ২২ বল। এই ইনিংস খেলার ফলে লিস্ট-এ ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ হয়ে থাকল ২৩৩ রান। এর আগে নর্থাম্পটনের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩৫ বলে ৩৪ রান করে ফিরেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ১৭ বলে ২৬ করে ফিরেছেন। ইনিংস বড় করার জন্য আজকের দিনটি বেছে নিলেন পৃথ্বী। শুধু বড় করা নয়, একেবারে দুই’শ ছাড়িয়ে যাওয়া ইনিংস খেললেন।

২০২৩ আইপিএল আসরে তেমন কোন অর্জন নেই এই ওপেনিং ব্যাটারের। তবে পুরো আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলে ১৬৯৪ রান সংগ্রহে আছে তাঁর। আছে সর্বোচ্চ ৯৯ রানের স্কোর। এবছরের জানুয়ারি সর্বশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন পৃথ্বী। কিছুদিন আগে নিজের ‘একা’ হয়ে যাওয়া নিয়েও মুখ খুলেছিলেন তিনি। তবে কাউন্টিতে তাঁর ব্যাট কথা বলতে থাকলে, জাতীয় দলে আবার ফেরত আসা যে খুব কঠিন হবেনা এই ব্যাটারের জন্য, তা অনুমান করা যায়।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপ টিকিট: ১৫ আগস্ট নিবন্ধন শুরু, বিক্রি ২৫ আগস্ট থেকে

Read Next

দুরন্ত হৃদয় ফিরে এসে শোনালেন লঙ্কা জার্নি

Total
0
Share