বিশ্বকাপ টিকিট: ১৫ আগস্ট নিবন্ধন শুরু, বিক্রি ২৫ আগস্ট থেকে

বিশ্বকাপ মাঠ
Vinkmag ad

অবশেষে ক্রিকেটপ্রেমীদের জন্য মিলল সুখবর। ২০২৩ বিশ্বকাপের টিকিটের জন্য আগামী ১৫ আগস্ট থেকে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। এরপর সাত দফায় ক্রয় করা যাবে বিশ্বকাপের টিকিট। তবে কোন দিন কোন কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে তা এখনই জানিয়েছে আইসিসি।

শীঘ্রই বিসিসিআই এবং আইসিসির পক্ষ থেকে জানানো হবে বিশ্বকাপের টিকিট এর মূল্য ও টিকিট বিক্রির চূড়ান্ত নির্দেশিকা। কবে কোন ম্যাচের টিকিট বিক্রি হবে, তা এর মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ আগস্ট। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে ১৫ সেপ্টেম্বর।

বিশ্বকাপের প্রথম সূচি ঘোষণা হতেই শুরু বিশ্বকাপের টিকিট নিয়ে আলোচনা চলছে, কবে প্রকাশিত হবে টিকিট, ক্রয় করা যাবে কিভাবে। কোন দল কবে কোন স্টেডিয়ামে খেলবে সেটা জানানোর পরেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে টিকিট নিয়ে খোঁজাখুঁজি। প্রতিটা দল এবার গ্রুপ পর্বে ৯টি করে ম্যাচ খেলবে।

১০ দলের এ টুর্নামেন্ট হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কোলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

কবে কোন ম্যাচের টিকিট বিক্রি হবে-

২৫ আগস্ট – ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং ইভেন্ট ম্যাচ

৩০ আগস্ট – গৌহাটি এবং ত্রিবান্দ্রমে ভারতের ম্যাচ

৩১ আগস্ট – চেন্নাই, দিল্লি এবং পুনেতে ভারতের ম্যাচ

১ সেপ্টেম্বর – ধর্মশালা, লখনৌ এবং মুম্বাইতে ভারতের ম্যাচ

২ সেপ্টেম্বর – ব্যাঙ্গালোর এবং কোলকাতায় ভারতের ম্যাচ

৩ সেপ্টেম্বর – আহমেদাবাদে ভারতের ম্যাচ

১৫ সেপ্টেম্বর – সেমিফাইনাল এবং ফাইনাল

৯৭ ডেস্ক

Read Previous

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান

Read Next

কাউন্টিতে পৃথ্বীর ২৪৪ রানের ধ্বং’সাত্মক ইনিংস

Total
0
Share