

এশিয়া কাপের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমের নেতৃত্বাধীন এই ১৭ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ইমার্জিং এশিয়া কাপ মাতানো তৈয়ব তাহির। ডাকা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিম আশরাফকেও।
আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের স্কোয়াড বেছে নেওয়ার জন্য দলগুলোকে সময় ঠিক করে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু এর অনেক আগেই আজ এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দল ঘোষণা করে।
বড় আসরকে সামনে রেখে অলরাউন্ডার ফাহিম আশরাফকে ওয়ানডেতে ফেরানো হয়েছে। দুই বছর আগে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন আশরাফ। তবে এর থেকে বড় চমক ব্যাটার তৈয়ব তাহিরের নাম।
ঘরোয়া সার্কিটে তার ঝলমলে পারফরম্যান্স ও সবশেষ ইমার্জিং এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা তৈয়ব তাহিরকে ডাকা হয়েছে এশিয়া কাপ মিশনে। পাকিস্তানের জার্সি গায়ে এরমধ্যেই তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তাহির। গত মাসেই ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে তৈয়ব তাহিরের ঝড়ো সেঞ্চুরি।
এটি নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক কর্তৃক নির্বাচিত প্রথম দল, যিনি সম্প্রতি এই পদে পুনর্নিযুক্ত হয়েছেন।
এশিয়া কাপের জন্য পাকিস্তান দল-
আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, তৈয়ব তাহির, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি।