বিশ্বকাপে সকালে শুরু ৬ ম্যাচের তিনটিতেই খেলবে বাংলাদেশ

ট্রফি
Vinkmag ad

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার পর এবার পরিবর্তন করল। ভারত-পাকিস্তান ম্যাচ সহ মোট ৯ ম্যাচের সময় সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। যার প্রভাবে বদলে গেছে বাংলাদেশের তিন ম্যাচের পূর্বনির্ধারিত সূচি।  এবারের বিশ্বকাপ আসরে সকালে শুরু হবে মোট ৬ টি ম্যাচ, যার তিনটিতেই খেলবে বাংলাদেশ।

৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ সালের বিশ্বকাপ। শুরুর ম্যাচ ঠিকভাবে হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের পড়ল সময়সূচির প্রভাব। তবে দিন পরিবর্তন না হলে এগিয়ে এসেছে সময়।  ১০ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের সময় মূলত নির্ধারিত ছিল দিবা-রাত্রির। এখন পরিবর্তন হয়ে একই দিনে সকাল ১১ টায় (বাংলাদেশ সময়) শুরু হবে।

এরপর বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের খেলাটি মূলত ১৪ অক্টোবর চেন্নাইয়ে নির্ধারিত ছিল এবং এখন এটি ১৩ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। এবং এটি বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির ম্যাচ।

বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ নভেম্বর হওয়ার কথা থাকলে তা এখন হবে ১১ নভেম্বর। ম্যাচটি পুনেতে সকাল ১১টায় শুরু হবে।

বাংলাদেশের তিনটি ম্যাচ হবে দিনে, যা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। বাকি ম্যাচগুলো দিবা-রাত্রির, যেগুলো শুরু হবে বেলা ২-৩০ মিনিটে।

১০ দলের এ টুর্নামেন্ট হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু ও সময়
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা, সকাল ১১
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা, সকাল ১১
১৩ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই, দুপুর ২ টা ৩০
১৯ অক্টোবর ভারত পুনে, দুপুর ২ টা ৩০
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই, দুপুর ২ টা ৩০
২৮ অক্টোবর নেদারল্যান্ড কোলকাতা, দুপুর ২ টা ৩০
৩১ অক্টোবর পাকিস্তান কোলকাতা, দুপুর ২ টা ৩০
৬ নভেম্বর শ্রীলঙ্কা দিল্লি, দুপুর ২ টা ৩০
১১ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে, সকাল ১১

 

৯৭ ডেস্ক

Read Previous

বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশের ৩ ম্যাচের সময় সূচি

Read Next

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান

Total
0
Share