বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশের ৩ ম্যাচের সময় সূচি

মুশফিক যখন বাংলাদেশ দলের 'অলরাউন্ডার'
Vinkmag ad

অফিসিয়াল সূচি ঘোষণার পর আরও এক বদলে গেল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি। ভারত-পাকিস্তান ম্যাচ সহ মোট ৯ ম্যাচের সময় সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। এর প্রভাবে বদলে গেছে বাংলাদেশের তিন ম্যাচের পূর্বনির্ধারিত সূচি।

ভারত ও পাকিস্তানের ম্যাচটি মূলত ১৫ অক্টোবর রবিবার আহমেদাবাদে হওয়ার কথা ছিল, তবে এটি এক দিন আগে এগিয়ে  নিয়ে আসা হয়েছে এবং এখন ১৪ অক্টোবর শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ফলস্বরূপ, দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচটি শনিবার, ১৪ অক্টোবর থেকে সরে ২৪ ঘন্টা পরে, ১৫ অক্টোবর হবে।

হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রতিযোগিতাটি ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। লখনৌতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচটি ২৪ ঘন্টা এগিয়ে এসে ১২ অক্টোবর হবে।

একইভাবে, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের খেলাটি মূলত ১৪ অক্টোবর চেন্নাইয়ে নির্ধারিত ছিল এবং এখন এটি ১৩ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। এবং এটি একটি দিবা-রাত্রির ম্যাচ হবে।

এর আগে ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের সময় মূলত নির্ধারিত ছিল দিবা-রাত্রির। এখন পরিবর্তন হয়ে একই দিনে সকাল ১০:৩০ (স্থানীয় সময়) মিনিটে শুরু হবে।

লিগ পর্বের শেষের দিকে, ১২ নভেম্বর ডাবল-হেডারের ম্যাচগুলোতে তিনটি পরিবর্তন রয়েছে। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ নভেম্বর হওয়ার কথা থাকলে তা এখন হবে ১১ নভেম্বর। ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি একই দিনে কোলকাতায়। বাংলাদেশের ম্যাচ সকালে শুরু হলে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হবে দিবারাত্রির।

এদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ লিগের খেলাটি এখন ১১ থেকে ১২ নভেম্বরে মধ্যে স্থানান্তরিত হয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

কিউই স্কোয়াডে ফিরলেন বোল্ট, জেমিসন

Read Next

বিশ্বকাপে সকালে শুরু ৬ ম্যাচের তিনটিতেই খেলবে বাংলাদেশ

Total
0
Share