

বিশ্বকাপের প্রস্তুতি-স্বরূপ দলগুলো ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ খেলবে আসন্ন দিনগুলোতে। আগস্টের ৩০ তারিখ থেকে সিরিজ শুরু নিউজিল্যান্ড-ইংল্যান্ড দলের। স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল। আশার কথা হচ্ছে, ট্রেন্ট বোল্ট আছেন ওয়ানডে স্কোয়াডে। অক্টোবরে শুরু হওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে বোল্টকে দেখা যাবে, এমন ভাবনা এখন রাখাই যায়।
শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নয়, আরব আমিরাতের বিপক্ষেও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি শুরু হচ্ছে আগস্টের ১৭ তারিখ। সেখানে দলের নেতৃত্ব দিবেন টিম সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে নেতৃত্ব দিবেন টম লাথাম। কেন উইলিয়ামসনের ইনজুরির কারণেই এ সিদ্ধান্ত। যদিও উইলিয়ামসন আস্তে আস্তে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, ব্যাটিং করতেও দেখা যাচ্ছে তাঁকে।
বোল্ট ফিরে আসা কিউইদের জন্য বেশ স্বস্তির। ঘুরে ঘুরে টি-টোয়েন্টি লিগগুলো খেলছিলেন তিনি। গতবছরের আগস্টে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে ছাড়িয়ে নিয়েছেন। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট-শিকারি হয়েছেন এই কিউই ফাস্ট বোলার। জাতীয় দলে আবার ফিরবেন কি না, তাই নিয়ে ধোঁয়াশা ছিল। তবে তাঁর এই ফেরা ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপেও খেলতে যাচ্ছেন তিনি।
বোল্টের ফেরা কিউইদের জন্য বেশ আনন্দের, তা কোচ গ্যারি স্টেডের কথা শুনেও বোঝা যায়। গ্যারি বলেন,
‘এটা দারুণ যে, আমরা ট্রেন্ট বোল্টকে আমাদের ওডিআই ইউনিটে স্বাগত জানাতে পারছি, সে ভারতে বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এটা আমাদের সবসময় পরিকল্পনাতেই ছিল, ট্রেন্টের সাথে কথা বলা।’
কাইল জেমিসনও ফিরেছেন। ইংল্যান্ড ও আরব আমিরাতের বিপক্ষে দেওয়া স্কোয়াডে আছেন তিনি। ছিলেন লম্বা ইনজুরিতে। শেষ ওয়ানডে খেলেছেন গতবছরের এপ্রিলে। মার্ক চ্যাপমান ও জিমি নিশাম ওয়ানডে সিরিজ মিস করতে যাচ্ছেন। তাঁদের প্রথম সন্তান জন্ম হবে, এটিই মূলত কারণ।
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং।
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি।
আরব আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চাঁদ বোউস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রোফট, বেন লিস্টার, কাইল জেমিসন, কোল ম্যাকঞ্চি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।