অবসর ভেঙ্গে ফিরে এলেন মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারি
Vinkmag ad

মনোজ তিওয়ারি ফিরলেন। পাঁচদিনের মাথায় অবসর ভেঙ্গে আবারো ক্রিকেটে ফেরা, এরও আনন্দ আছে। আলাদা এক শান্তি মনে কাজ করে। আগের সিদ্ধান্ত তাহলে? কিছুটা ‘ইমোশনাল’ ছিল বলেই স্বীকার করেন তিওয়ারি। এবারের ফেরা ১ বছরের জন্য। ঘরোয়াতে ‘বেঙ্গল’ দলের হয়ে খেলতে চান।

মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে অবসর ভেঙ্গে ফিরে আসার খবর জানান তিওয়ারি। সাথে ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। ইডেন গার্ডেন্সে হওয়া সেই সংবাদ সম্মেলনে তিওয়ারি জানান কীভাবে আবার তাঁর এই ফিরে আসা।

“রাজ দা (গাঙ্গুলি) আমাকে ‘কনভিন্স’ করায় আরো ১ বছরের জন্য খেলা চালিয়ে যাওয়ার এবং আমার চলে যাওয়া উচিত মাঠ থেকে। তো আমি এ ব্যাপারে চিন্তা করেছি। আমার স্ত্রীর সাথে কথা বললাম। এবং সেও বিশ্বাস রাখল। সে আমাকে মনে করিয়ে দিল, যখন গতবছরের রঞ্জি ট্রফিতে বেঙ্গল ফাইনাল খেলে, তখন আমি অধিনায়ক ছিলাম। এরপর রাজ দা আমার সাথে কথা বলে, আমি এটা নিয়ে চিন্তা করি এবং ফিরে আসার সিদ্ধান্ত নিই। আরো অনেক ভক্তরাও আমাকে লিখেছে এবং জিজ্ঞেস করেছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার।“

তিওয়ারির অবসরে যাওয়ার তেমন কোন কারণ ছিল না। অনেকটা আবেগে পড়েই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মাঝেমধ্যে মানুষের এমন হয়, এটা যে-কেউ বুঝতে পারবে। জিনিসগুলো হাতে থাকে না, মাথা ফাঁকা হয়ে যায়। তিওয়ারি বলতে গিয়ে এমনই বোঝাতে চাইলেন।

“কারণ ছিল, আমি একজন আবেগপ্রবণ মানুষ- আপনারা কেউ কেউ বুঝতে পারবেন হয়তো, এমন একটা সময় কখনো আসে যখন সবকিছু ফাঁকা মনেহয়। এবং মানুষ তখন সিদ্ধান্ত নেয় খুব দ্রুত। আমারও তেমনই হয়েছিল।“

মনোজ তিওয়ারি বেঙ্গলের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। অবসরে যাওয়ার পর তাঁর মনে হয়েছে, একটা ভুলই করে ফেলেছেন। এরপর সব ভেবে তাই, ফিরে আসার সিদ্ধান্তই নিয়ে ফেলেন। বেঙ্গল ক্রিকেট তাঁকে দিয়েছে সবকিছুই, তাই এখানে আরো ১ বছর সময় দিতে চান এই ক্রিকেটার। তিওয়ারি এখন পর্যন্ত ১৪১ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যেখানে প্রায় ১০ হাজার রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ ওডিআই এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

৯৭ ডেস্ক

Read Previous

সুরিয়ার তাণ্ডবে অবশেষে জয় দেখল ভারত

Read Next

রোহিতের মোট সম্পদ ২১৪ কোটি রুপি

Total
0
Share