বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বিসিবির শ্রদ্ধা, কুরআন তিলাওয়াতে মুখরিত স্টেডিয়াম

বিসিবি
Vinkmag ad

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে কুরআন তিলাওয়াত ও মাদ্রাসার ছাত্রদের খাবার খাওয়ানো হয়েছে শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। কিছু সময়ের জন্য কুরআন তিলাওয়াতে মুখরিত হয়ে ওঠে হোম অব ক্রিকেট।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের আজ ছিল দ্বিতীয় দিন। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত ট্রফি ছিল দেশের ঐতিহ্যবাহী পদ্মা সেতুতে। আজ স্বপ্নের সেই সোনালি ট্রফির আগমন মিরপুর হোম অব ক্রিকেটে। দেশের বর্তমান-প্রাক্তন খেলোয়াড়রা মেতে উঠেন ট্রফি উৎসবে। এর মাঝেই বিসিবি কার্যালয়ের সামনে চলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে স্মরণ।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করেছে। কোমলমতি শিশু হাফেজদের কুরআন তিলাওয়াতে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।

এরপর তাদের নিয়ে আসা হয় স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে। মাঠ দেখানোর পাশাপাশি তারা উপভোগ করতে থাকে এশিয়া কাপের জন্য ক্যাম্পে থাকা ক্রিকেটারদের অনুশীলন।

১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন ফজিলাতুন্নেসা মুজিব।

৯৭ প্রতিবেদক

Read Previous

জরুরি সভার পরও আসেনি অধিনায়ক ইস্যুতে সিদ্ধান্ত

Read Next

বিশ্বকাপের আগে ভারতে প্রস্তুতি ক্যাম্প করবে নেদারল্যান্ডস

Total
0
Share