জরুরি সভার পরও আসেনি অধিনায়ক ইস্যুতে সিদ্ধান্ত

জালাল ইউনুস
Vinkmag ad

বিসিবি পরিচালকদের আজ এক জরুরি সভার পরও আসেনি ওয়ানডে দলের অধিনায়ক ইস্যুতে সিদ্ধান্ত। মিটিংয়ের পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আজ থেকে তাদের অধিনায়ক বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। দু-তিন দিনের মধ্যেই চূড়ান্ত হবে নতুন ওয়ানডে অধিনায়ক।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর সামনে রেখে তামিম ইকবালের ফেলে যাওয়া অধিনায়কের হট চেয়ার গেল কয়েকদিন ধরে ফাঁকা। কার কাঁধে উঠতে যাচ্ছে এই গুরুভার। আজকের জরুরি সভাতেও অধিনায়ক ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবির পরিচালকরা।

তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন গত ৩ আগস্ট। অধিনায়কের সম্ভাব্য তালিকায় থাকা সাকিব আল হাসান লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন। তার সাথে ফোন কলে কথা বলে আগ্রহের কথা জানবে বিসিবি।

‘আমরা বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দিয়েছি। যে কজন প্রার্থী আছেন অধিনায়কের জন্য, তিনি তাদের সাথে কথা বলে ২-৩ দিনের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন। ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।’

জালাল ইউনুস আরও নিশ্চিত করেছেন, আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল চূড়ান্ত হবে। অধিনায়ক ঘোষণার সাথেই দেওয়া হতে পারে এশিয়া কাপের স্কোয়াড।

৯৭ প্রতিবেদক

Read Previous

উইন্ডিজ ক্রিকেটের অবকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন

Read Next

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বিসিবির শ্রদ্ধা, কুরআন তিলাওয়াতে মুখরিত স্টেডিয়াম

Total
0
Share