

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আজ ঘোষণা করলেন নতুন ওয়ানডে অধিনায়কের নাম। সাকিব আল হাসানের নেতৃত্বে আরও একবার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ দিয়ে অধিনায়ক সাকিবের মিশন শুরু।
তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন গত ৩ আগস্ট। আজ ১১ আগস্ট সাকিবের কাঁধে উঠল এই গুরুভার। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের এক যুগ পর ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যাবে সাকিবের অধীনে।
এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর সামনে রেখে তামিম ইকবালের ফেলে যাওয়া অধিনায়কের হট চেয়ার গেল কয়েকদিন ধরেছিল ফাঁকা। এবার সেই চেয়ারেই সাকিব আল হাসানকে বসলেন, দায়িত্ব তুলে নিলেন কাঁধে।
আজ শুক্রবার বাদ জুম্মা বিসিবি সভাপতি তার বাসভবনে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানর নাম ঘোষণা করেন।
সাকিব লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন। তার সাথে ফোন কলে আলোচনা করে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিবি। তবে তিন ফরম্যাটেই সাকিব অধিনায়কত্ব সামলাবেন কি না দেশে ফিরে আসলেন ফের আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে বোর্ড সভাপতি।