বাংলাদেশের দারুণ সকাল, ট্রফি নিয়ে তরুণদের উৎসব

ট্রফি
Vinkmag ad

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের আজ দ্বিতীয় দিন। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত ট্রফি ছিল দেশের ঐতিহ্যবাহী পদ্মা সেতুতে। আজ স্বপ্নের সেই সোনালি ট্রফির আগমন মিরপুর হোম অব ক্রিকেটে। হাতের স্পর্শে ট্রফিকে নিজেদের ঘরে ফিরিয়ে আনার কথাও যে বলে দিলেন তাসকিন, মুশফিকরা। সকালের শুরুতে ফটোসেশনে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর গণমাধ্যম কর্মীদের পালা, একে একে অংশ নেয় নারী দল, অনূর্ধ্ব ১৯ দল, বিকেএসপির ক্ষুদে শিক্ষার্থী।

আট দেশ ঘুরে আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে। গতকাল দেশের অন্যতম স্থাপনা পদ্মা সেতুতে হয় আইসিসি ও বিসিবির অফিসিয়াল ফটোসেশন। আজ ৮ মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি ছুঁয়ে দেখতে পারে খেলোয়াড়রা। দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম ট্রফি হাতে বেরিয়ে আসেন ড্রেসিংরুম থেকে। এর আগেই স্টেজে এসে হাজির তাসকিন, আফিফ, রিয়াদ, নাসুমরা।

অফিসিয়াল ছবি তোলার পর ব্যক্তিগত ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। শামীম হোসেন পাটোয়ারি তো চুমো খেয়ে ট্রফি ফের ফেরার আমন্ত্রণ জানালেন। এরপর নাসুম আহমেদ হলেন ফ্রেমবন্দি। এই তিন জনের ছবি তোলে দেওয়া তানজিম হাসান সাকিব এরপর নিজেই আসেন ফ্রেমে। এবার তার ছবির কারিগর লেগ স্পিনার রিশাদ হোসেন। বিশ্বকাপ ট্রফির সাথে তরুণ ক্রিকেটারদের এমন খুনসুটিই বলে দেয় এই ট্রফিটা তাদের কতো প্রয়োজন।

এরপর আইসিসিতে প্রকাশের জন্য ভিডিও বার্তায় অংশ নেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এভাবেই কেটে যায় বাংলাদেশি ক্রিকেটারদের আজকের সকাল।

জাতীয় দলের বাইরে নারী দল, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক ও গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকে বিশ্বকাপ ট্রফি। আগামীকাল ট্রফির বাংলাদেশ ভ্রমণের শেষ দিন, ৯ আগস্ট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের দেখার জন্য রাখা হবে ২০২৩ বিশ্বকাপের ট্রফি।

গত ২৬শে জুন বিশ্বকাপ ট্রফির লঞ্চ হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, পৃথিবীর থেকে ১২০ হাজার ফিট উচ্চতায়। বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করে এই ট্রফি। ২৭ জুন থেকে ১৪ জুলাই অবধি ভারতেরই বিভিন্ন শহরে চলবে ট্রফি ট্যুর। আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি পাঠানো হয়েছে।

বাংলাদেশে আসার আগে বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করে আসছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা। বাংলাদেশে ট্রফি তিন দিন ভ্রমণ করে এরপর যাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। এরপর পর্যায়ক্রমে বাহরাইন, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, মালয়েশিয়া, উগান্ডা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা। এসব দেশ সফর করে আগামী ৪ সেপ্টেম্বর ফিরে আসবে আয়োজক দেশ ভারতে। সবমিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।

৯৭ প্রতিবেদক

Read Previous

আম্পায়ারকে আঙুল দেখিয়ে শাস্তি পেলেন পুরান

Read Next

উইন্ডিজ ক্রিকেটের অবকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন

Total
0
Share