

পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনজামাম উল হক। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম নায়ক ইনজামাম এবার খেলোয়াড় বাছাই করবেন পাকিস্তানের হয়ে খেলার জন্য।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের কাঁধে এবার বড় দায়িত্ব তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দায়িত্বে অবশ্য নতুন নন ইনজামাম। আগেও ছিলেন পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকায়। তার নির্বাচিত দল খেলেছে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে।
১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, খেলেছেন ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত। ভারতে বসতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে ফের ইনজামাম বসলেন প্রধান নির্বাচকের চেয়ারে। তার বেছে নেওয়া দলই যাবে ভারতের মাটিতে বিশ্বকাপ মাতাতে।
ইনজামাম এর আগে পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান ছিলেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত। ২০১৯ বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের পর প্রধান নির্বাচকের পদে আর থাকবেন না। বিশ্বকাপ শেষে ইনজামাম উল হক সরে দাঁড়ান পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে।
শেষ ওয়ানডে বিশ্বকাপ পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার কারণে প্রধান নির্বাচক ইনজামাম উল হকের সঙ্গে প্রধান নির্বাচকের চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন বিশ্বকাপের আগে ফের আরও একবার ইনজামামকে ডেকে নিল পিসিবি।