টুর্নামেন্ট সেরা হয়ে আমেরিকায় জমি পেলেন রাদারফোর্ড

টুর্নামেন্ট সেরা হয়ে আমেরিকায় জমি পেলেন রাদারফোর্ড
Vinkmag ad

টুর্নামেন্ট সেরা হয়ে ‘জমি’ জিতে ফেলার খবর সচরাচর শোনা যায় না। তবে সম্প্রতি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সেরা খেলোয়াড় হয়ে যুক্তরাষ্ট্রে জমি পেয়েছেন শেরফানে রাদারফোর্ড।

গতকাল শেষ হয়েছে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। লিগটির আয়োজক বোম্বে স্পোর্টস কোম্পানি। এবারের লিগে ক্রিকেট বিশ্বে পরিচিত অনেক মুখ দেখা গেছে। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ মিথুন; তাঁরাও গিয়েছিলেন খেলতে।

সাকিবের দল মন্ট্রিল টাইগার্স, অন্যদিকে লিটনের দল সারে জাগুয়ার্স। এই দুই দলই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনাল গড়িয়েছিল শেষ বল পর্যন্ত।

১৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে থাকা মন্ট্রিল ১৮ ওভার শেষে ১০৬ রানের সংগ্রহ তুলতে সক্ষম হয়। এ পর্যায়ে এসে আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে জাগুয়ার্সের লক্ষ্য টপকে যায় মন্ট্রিল। রাদারফোর্ড অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত; ২৯ বলে ৩৮ রান করে।

আলোচনা রাদারফোর্ড ও তাঁর পুরস্কার নিয়ে। ম্যাচ শেষে একাই পুরস্কার বাগিয়ে নিতে থাকেন তিনি। ম্যান অব দ্য ম্যাচ, মোমেন্ট অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন। পরে দেখা গেল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও এই উইন্ডিজ খেলোয়াড়ের হাতে।

তবে টুর্নামেন্ট সেরা’র পুরস্কার দেখে একটু অবাক লাগতে পারে। আপনি যা সচরাচর দেখেন না। যুক্তরাষ্ট্রে আধা একর জমি পুরস্কার হিসেবে জিতেছেন রাদারফোর্ড। এমন কথা শোনা যায় না। তবে ডিজনি ওয়ার্ল্ডের কাছে এই জমির স্পনসর করেছিলেন ফ্লোরিডার রিয়েল স্টেট কোম্পানি এমএকিউ। যুক্তরাষ্ট্র-সহ উত্তর আমেরিকায় ক্রিকেটের পরিধি বাড়াতে উৎসাহ যোগাতে এরকম ভিন্নধর্মী পুরস্কার দিয়েছেন তাঁরা।

এই লিগে খেলতে এসেছিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। টুর্নামেন্ট সেরা পুরস্কার প্রদানের ব্যাপারে তাঁর ইতিবাচক মন্তব্য দেখা যায়।

“এটা এমন একটা পুরস্কার, যেটি প্রতিটি খেলোয়াড়ই জিততে চাইবে। আমার মনে হয় উত্তর আমেরিকায় ক্রিকেটের মর্যাদা বাড়াবে এটি।”

শেরফান রাদারফোর্ড ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮ ইনিংস খেলে ১৩০+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সংগ্রহ করেছেন ২২০ রান। মাত্র ৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অর্জিত পুরস্কার, তাঁর ভবিষ্যত অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে।

৯৭ ডেস্ক

Read Previous

হায়দ্রাবাদের নতুন হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরি

Read Next

আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

Total
0
Share