হায়দ্রাবাদের নতুন হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরি

ড্যানিয়েল ভেট্টোরি
Vinkmag ad

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁদের নতুন হেড কোচ হিসেবে সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরির নাম ঘোষণা করেছে। ভেট্টোরি এর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচের দায়িত্বে ছিলেন; ২০১৪ থেকে ২০১৮ সময়কাল।

পরিচিত মুখ টম মুডির পর ওয়েস্ট ইন্ডিজ ‘গ্রেট’ ব্রায়ান লারা ২০২৩ আইপিএল আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের দায়িত্বে ছিলেন। তবে দলটি লারার অধীনে একেবারেই ভালো করতে পারেনি। পয়েন্ট টেবিলের শেষ দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে। সে আসরে হায়দ্রাবাদ ১০ ম্যাচে হারের স্বাদ পায়। প্রকারন্তরে জিততে পারে মাত্র ৪ ম্যাচ।

এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই দলটির কোচিং প্যানেলে প্রভাব ফেলে। ভেট্টোরির অন্তর্ভুক্তিতে এখন পর্যন্ত ছয় আসরে ৫ জন আলাদা কোচের অধীনে খেলার অভিজ্ঞতা অর্জন করবে হায়দ্রাবাদ। যেখানে টম মুডির দায়িত্বে দলটি বেশি সময় পেয়েছে।

ভেট্টোরি সর্বশেষ অস্ট্রেলিয়া (পুরুষ) দলের অ্যাসিস্টেন্ট কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে। বার্মিংহাম ফিনিক্স (পুরুষ) দলটির প্রধান কোচ হিসেবে নিযুক্ত তিনি। এছাড়াও বাংলাদেশ দলের স্পিন বোলিং কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই নিউজিল্যান্ডের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার।

২০২১ আসর থেকে আইপিএলে খুব একটা সুবিধা করতে পারছেনা হায়দ্রাবাদ। ২৯ টি ম্যাচের মধ্যে মাত্র ১৩ টি ম্যাচে জয় আছে দলটির। অথচ ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত প্রত্যেক আসরেই প্লে-অফ নিশ্চিত করেছিল তারা। বর্তমানে সাউথ আফ্রিকান এডেন মার্করাম হায়দ্রাবাদের অধিনায়কের দায়িত্বে আছেন।

কোচিং ক্যারিয়ারে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ভেট্টোরি। অনেক ব্যস্ততার মধ্যেই এখন তাঁকে থাকতে হয়। আইপিএলে দায়িত্ব পালনকালে সফলতাও সঙ্গী ছিল। আরসিবি-তে থাকাকালীন ২০১৫ সালে প্লে-অফ এবং ২০১৬ সালে ফাইনাল খেলে দলটি। সেই সফলতা হায়দ্রাবাদে নিয়ে আসতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয় হবে।

৯৭ ডেস্ক

Read Previous

সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ তিলক ভার্মার

Read Next

টুর্নামেন্ট সেরা হয়ে আমেরিকায় জমি পেলেন রাদারফোর্ড

Total
0
Share