ফিঞ্চের চেয়ারে বসলেন মার্শ, বেইলির আশা লম্বা সময়…

ফিঞ্চের চেয়ারে বসলেন মার্শ, বেইলির আশা লম্বা সময়...
Vinkmag ad

অ্যারন ফিঞ্চের অবসর নেবার পর অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি, যে ম্যাচে অস্ট্রেলিয়ার নেতৃত্বভার মিচেল মার্শের কাঁধে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মার্শকে অধিনায়ক করে শক্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই বছরের শুরুতে ফিঞ্চ অবসরের ঘোষণা দেন। অধিনায়ক হিসাবে ৭৬ ম্যাচে তিনি অজিদের প্রতিনিধিত্ব করেছেন। সফল অধিনায়কত্বের ক্যারিয়ারে বিজ্ঞাপন হয়ে আছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

অজি নির্বাচকরা তাঁর বিকল্প খুঁজে নিয়েছে। অলরাউন্ডার মিচেল মার্শ হচ্ছেন অজিদের নয়া টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও মার্শ লম্বা সময়ের জন্য নেতৃত্ব পাচ্ছেন কিনা তা নিশ্চিত নয়, এখন কেবল প্রোটিয়াদের বিপক্ষে সিরিজেই তিনি থাকছেন।

অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি মনে করেন মিচেল মার্শের পূর্ণকালীন অধিনায়ক হবার যোগ্যতা আছে।

মার্শের নেতৃত্বাধীন দলে আছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, ওপেনিং ব্যাটার ম্যাট শর্ট, বাঁহাতি গতিতারকা স্পেন্সার জনসন। স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পারা তো আছেনই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড-

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরন্ডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সূচি-

৩০ আগস্ট- ১ম টি-টোয়েন্টি, ডারবান
১ সেপ্টেম্বর- ২য় টি-টোয়েন্টি, ডারবান
৩ সেপ্টেম্বর- ৩য় টি-টোয়েন্টি, ডারবান।

৯৭ ডেস্ক

Read Previous

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ২ আনক্যাপড, বাদ লাবুশেইন

Read Next

ভারতের আরও এক লজ্জার হার, লিড ডাবল করল উইন্ডিজ

Total
0
Share