পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাচ্ছে পাকিস্তান থেকে, পাবে আর্থিক ক্ষতিপূরণ
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেট দল ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এ অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। এই অনুমতি দেওয়ার বিধান ছিল রাষ্ট্রের কাছে। পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে আজ (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে পাকিস্তান ক্রিকেট দলকে ‘ক্লিয়ারেন্স’ দেওয়া হয়েছে। দলটির ভারতে অনুষ্ঠাতব্য বিশ্বকাপে অংশ নিতে আর কোন বাঁধা রইল না।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এর সূত্রমতে, পাকিস্তান সরকার তাঁদের জাতীয় ক্রিকেট দলকে ভারতে অনুষ্ঠাতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে অনুমতি দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একটি ‘প্রেস রিলিজ’ দেখা যাচ্ছে, যেখানে তারা উল্লেখ করে, খেলার সাথে রাজনীতি মিশ্রিত হতে পারে না। পাকিস্তান রাষ্ট্র সবসময় এই বিষয় মেনেই এসেছে। তারা সিদ্ধান্ত নিচ্ছে, পাকিস্তান ভারতে যাচ্ছে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে।

এছাড়াও সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান দল যাতে সর্বোচ্চ নিরাপত্তা পায়- সেই আশা তাঁদের সরকার করছে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-সহ এক কমিটি গঠন করা হয়, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, পাকিস্তান দল ভারতে যাওয়ার আগে, তাঁদের নিরাপত্তা দল ভারত সফর করবে। সকল ভেন্যু পরিদর্শন করে পাকিস্তান ক্রিকেট দলের সর্বোচ্চ নিরাপত্তা নিজেরা অবলোকন করবে।

পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নিবে কি না, এ নিয়ে নানা ধোঁয়াশা বেশ আগে থেকেই চলছিল। তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড়েরা এ ব্যাপারে ইতিবাচক মন্তব্য করে গেছেন সবসময়। মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি- সহ অনেকেই পাকিস্তানের অংশ নেওয়ার ব্যাপারে সমর্থন করেছেন। সর্বশেষ পিসিবি থেকে পাকিস্তান সরকারের নিকট বিষয়টি চলে যায়। সরকার যদি চায়, পাকিস্তান অংশ নিবে। যদি সরকার নাকচ থাকে, তবে হয়তো কোন গোলযোগ বেঁধে যেত।

তবে সেরকম কিছু হয় নি। পাকিস্তান সরকারও ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগিয়েছে। যার ফলে, দলটির বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত হলো। পাকিস্তান দল সর্বশেষ ভারত সফর করেছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়।

৯৭ ডেস্ক

Read Previous

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে যাচ্ছে পাকিস্তান দল

Read Next

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ২ আনক্যাপড, বাদ লাবুশেইন

Total
0
Share