রাতে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে, থাকবে ৩ দিন

বিশ্বকাপ ট্রফি
Vinkmag ad

আট দেশ ঘুরে আজ রাতে আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। ৭, ৮, ৯ আগস্ট; এই তিন দিন ট্রফি ঘুরবে বাংলাদেশের তিন স্থানে। আগামীকাল ৭ তারিখে পদ্মা সেতুতে ফটোসেশন, ৮ তারিখে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দেখতে পারবে খেলোয়াড়রা, ৯ তারিখ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

গত ২৬শে জুন বিশ্বকাপ ট্রফির লঞ্চ হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, পৃথিবীর থেকে ১২০ হাজার ফিট উচ্চতায়। বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করে এই ট্রফি। ২৭ জুন থেকে ১৪ জুলাই অবধি ভারতেরই বিভিন্ন শহরে চলবে ট্রফি ট্যুর। আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি পাঠানো হচ্ছে। 

বিশ্বভ্রমণের সেই যাত্রার অংশ হিসেবে আজ মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছাবে ট্রফিটি। ৭, ৮ ও ৯ আগস্ট, এই তিন দিন বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই নিশ্চিত করেছিল, দেশের অন্যতম স্থাপনা পদ্মা সেতুতে হবে এবারের আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন।

এরপর দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় দল, নারী দল, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক ও মিডিয়ার জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

শেষ দিন ৯ আগস্ট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের দেখার জন্য রাখা হবে ২০২৩ বিশ্বকাপের ট্রফি।

বাংলাদেশে আসার আগে বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করে আসছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা।

বাংলাদেশে ট্রফি তিন দিন ভ্রমণ করে এরপর যাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। এরপর পর্যায়ক্রমে বাহরাইন, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, মালয়েশিয়া, উগান্ডা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা। এসব দেশ সফর করে আগামী ৪ সেপ্টেম্বর ফিরে আসবে আয়োজক দেশ ভারতে। সবমিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তান সিরিজ খেলতে দ্য হান্ড্রেডে যাননি রাশিদ

Read Next

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আফগানদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Total
0
Share