বিশ্বকাপ সূচি আবারো পরিবর্তনের অনুরোধ!

২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি
Vinkmag ad

বিশ্বকাপের মূল সূচির ঘোষণা নিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) কর্তৃক বিলম্বের খবর সকলের জানা। আকাঙ্ক্ষিত সূচি ঘোষণার পরেও, নানারকম সূচি-পরিবর্তনের হিড়িক দেখা যাচ্ছে এখনো। প্রথমে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন করা হলো। এরপর এখন শোনা যাচ্ছে, ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন করার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন্স অব বেঙ্গল (সিএবি) ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে। কারণ হিসেবে জানা গেল, সেদিন রয়েছে ‘কালীপূজা’, যা হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে থাকে।

বিশ্বকাপের সূচি নিয়ে ভীষণ গোলযোগ বেঁধে গেছে। ২০২৩ সালে বিশ্বকাপ আয়োজন করতে এসে, ভারত বেশ দিশেহারা আচরণ করছে। মূল সূচি ঘোষণা হয়েছে বিশ্বকাপের মাত্র ৩ মাস আগে। অথচ সেটা হওয়ার কথা ছিল আরো আগেই। সে যাক, আইসিসি যে ঘোষণা করেছে এই ঢের ভেবে দর্শকেরা কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু সেই স্বস্তিতে বারবার আগ্রহের সাথে পানি ঢালছে আইসিসি ও বিসিসিআই।

অক্টোবরের ১৫ তারিখ ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। হিন্দু ধর্মাবলম্বীর উৎসব ‘নবরাত্রি’ পড়েছে সেদিন। ফলে নিরাপত্তা ইস্যু ও বিভিন্ন কারণ দেখিয়ে- ম্যাচের সূচি পরিবর্তন করা হয় ১৪ অক্টোবর। যদিও বিসিসিআই সচিব জয় শাহ এ ব্যাপারে বলতে গিয়ে, সরাসরি নিরাপত্তা বা এসব কারণ উল্লেখ করেননি। তিনি মূলত বলেছেন, দলগুলোর অনুরোধেই এই পরিবর্তন হচ্ছে। ১৪ অক্টোবর নতুন সূচি হওয়ার ফলে বিশ্বকাপের অন্যান্য ম্যাচেও এর প্রভাব দৃশ্যমান।

আজ জানা গেল নতুন খবর। নভেম্বরের ১২ তারিখ সূচিতে ছিল ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা এই ম্যাচ। তবে সদ্য খবর থেকে জানা যায়, ক্রিকেট অ্যাসোসিয়েশন্স অব বেঙ্গল বিসিসিআই’কে অনুরোধ করেছে ১২ তারিখের ম্যাচের তারিখ পরিবর্তন করতে। কারণ হিসেবে জানা যায়, সেদিন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব ‘কালীপূজা’ রয়েছে। এখানেও নিরাপত্তার বিষয়টি সামনে আনা হয়েছে। পাশাপাশি কলকাতার হিন্দুরা এই উৎসব বেশ গুরুত্ব দিয়েই পালন করে। ফলে ১২ তারিখের এই ম্যাচটি ১১ তারিখে আনার ব্যাপারেও প্রস্তাব রেখেছে সিএবি।

বিসিসিআই সচিব জয় শাহ সম্ভবত একারণেই পূর্বে জানিয়েছিলেন, পরিবর্তন আসতে পারে বিশ্বকাপের সূচিতে। শুধু একটি পরিবর্তনের কথা বলেননি তিনি। আসতে পারে একের অধিক। ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনের পর তাই সামনে আসল, ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের খবর।

৯৭ ডেস্ক

Read Previous

মাঠকে মিস করা সাইফউদ্দিন: ‘আমি বিসিএস ক্যাডার না যে অন্য চাকরি করব’

Read Next

বিশ্বকাপজয়ী অধিনায়ক কারাগা’রে, উত্তপ্ত পাকিস্তান

Total
0
Share