

সামনে এশিয়া কাপ, এরপর আছে বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট দলের আশা জাগানিয়া সিম অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বেশ অনেকদিন ধরেই নেই ছন্দে। সম্প্রতি ভুগছেন ইনজুরিতে। যদিও ইনজুরির সমস্যাও পুরোনো। উন্নত চিকিৎসার জন্য শনিবার (৫ আগস্ট) কাতারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাইফউদ্দিন। যাওয়ার আগে কথা বলেছেন গণমাধ্যমের সাথে।
ব্যাক-পেইন; সাইফউদ্দিনের পুরোনো সমস্যা। মানিয়ে নিয়ে, দেশে চিকিৎসা নিয়ে সেরে উঠবার চেষ্টা বারবার করেছেন। এবার বিসিবির চাওয়া ও সাইফউদ্দিনের নিজের চাওয়া এক করেই হয়তো, উন্নত চিকিৎসা নিতে উড়াল দিলেন কাতারের উদ্দেশ্যে। তাঁর সঙ্গী হয়ে যাচ্ছেন আরো দুই ক্রিকেটার; অভিষেক দাস ও আশিকুর জামান।
গত বিশ্বকাপে সাইফউদ্দিন ছিলেন দলের সাথে। এই বিশ্বকাপে অনেকটাই অনিশ্চিত। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে যেসব কাটা-ছেঁড়া চলছে- সেখানে সাইফউদ্দিনের কথা তেমন শোনা যাচ্ছে না। অনুভূতি কেমন? জানতে চাইলেন সাইফউদ্দিন নিজের খারাপ লাগার কথা স্বাভাবিকভাবেই প্রকাশ করেন।
‘অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব কলিগ, বন্ধুবান্ধব, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড় কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা- এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হবো, ইনশাআল্লাহ্ তখন আবার ওদের একটা অংশ হবো।’
‘এটা আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নয় যে অন্য কোনো চাকরি করব (হাসি)। যত দিনই খেলতে হবে, ফাইট করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সব কিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সবসময় করব।’
সম্প্রতি দেশে ৪১ তম বিসিএসের ফলাফল প্রকাশ পেয়েছে। সাইফউদ্দিন বোধহয় সেখান থেকেই ‘মজা’ টানলেন। বলতে চাইলেন, ক্রিকেটই তাঁর কাছে সব, এর বাইরে তাঁর আর কোন চাকরী বা রুটি-রুজি নেই। তাই এখানেই থাকতে হবে, যুদ্ধ করে যেতে হবে।
এশিয়া কাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার কথাও জানালেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি মনে করছেন, দল বেশ ভাল ছন্দে আছে। তামিম ইকবালের অবদানের কথা স্মরণ করলেন। তরুণদের কথা বলতে গিয়ে, তৌহিদ হৃদয়ের প্রসঙ্গও টেনে আনলেন।
‘মাশাআল্লাহ্। আমরা শেষ দুইটা টি-টোয়েন্টি সিরিজ খুব ভালো খেলেছি। আফগানিস্তান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে আমরা হারিয়েছি। খুব ভালো ফ্লোতে ছিলাম। হয়তোবা আফগানিস্তানের সাথে সিরিজ হেরেছি। তারপরও আমি মনে করি, আমাদের দল সেরা ছন্দে আছে।’
‘আলহামদুলিল্লাহ্। যদিও তামিম ভাই, অনেক বড় অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। এশিয়া কাপে আমরা তাকে মিস করব। উনার অবদান আসলে ১০-১৫ বছর ধরে… আমরা যারা খেলি বা আপনারা সাংবাদিক আছেন, সবাই দেখি। তারপরও উনাকে আসলে মিস করবে দল। তারপরও আশাবাদী। বিশেষ করে তাওহিদ হৃদয়, আরও যারা তরুণ আছে, খুব ভালো ছন্দে আছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ভালোই। এশিয়া কাপে আমরা বরাবরই ভালো পারফর্ম করে আসছি।’