বিসিবির চাওয়াতে কাতার যাচ্ছেন সাইফউদ্দিন

বেফাঁস মন্তব্যে ফেঁসে যাওয়া সাইফউদ্দিন প্রশ্ন তুললেন সাংবাদিকদের অস্ত্বিত্ব নিয়ে
Vinkmag ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত মোতাবেক ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন উন্নত চিকিৎসার জন্য কাতার যাচ্ছেন। আজ শনিবার সাইফউদ্দিনের সাথে কাতার যাচ্ছেন আরো দুই ক্রিকেটার; অভিষেক দাস ও আশিকুর জামান। দীর্ঘদিন ধরেই ব্যাক-পেইনের সমস্যায় আছেন বাংলাদেশের এই সিম অলরাউন্ডার। কাতারে যাওয়ার আগে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

সাইফউদ্দিনের ইনজুরির সমস্যা বেশ অনেকদিনের। অনেকটা ইনজুরি নিয়েই ঢাকা প্রিমিয়ারের লিগের ম্যাচও খেলেছেন কিছুদিন আগেও। সম্প্রতি বিসিবির সিদ্ধান্তে উন্নত চিকিৎসার প্রয়োজনে কাতারের দোহায় যাচ্ছেন তিনি। সাথে যাচ্ছেন আরো দুই ক্রিকেটার; অভিষেক দাশ ও আশিকুর জামান। এই দুই ক্রিকেটারও ভুগছেন ইনজুরিতে। কাতার রওনা হওয়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন সাইফউদ্দিন।

‘বিসিবি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বেড রেস্টে ছিলাম। আরও আগে যাওয়ার কথা ছিল। তবে কিছু প্রসেসের কারণে হয়তো… আমার সাথে আমাদের আরও দুজন পেসার অভিষেক দাস ও আশিকুর জামান যাচ্ছে। এজন্য আজকে যাওয়া। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ্। এক্সাইটেড। আর প্রথমত ধন্যবাদ দিতে হয় বিসিবিকে। আসলে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। ২০১০ সাল থেকে আমার ওপর ইনভেস্ট করে আসছে। ইনশাআল্লাহ্ এই আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। যেহেতু বোর্ড আমার পাশে আছে। আর প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বোর্ড পাশে থাকলে কাজটা অনেক সহজ হয়।’

সাইফউদ্দিনের কথায় বেশ আত্মবিশ্বাস দৃশ্যমান। তাঁকে সন্তুষ্ট দেখা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবির প্রতি। কাতারে গিয়ে কিভাবে কাজ হবে, সেসবের দেখাশোনা কে করবেন- এই বিষয়েও কথা বলেন তিনি।

‘ওখানে স্পোর্টস মেডিসিন সেন্টার আছে। কাতার বিশ্বকাপের পর থেকে অনেক উন্নতি হয়েছে স্পোর্টস মেডিসিনের দিক থেকে। ইউটিউবে ওদের বিভিন্ন কার্যক্রম দেখেছি। অনেক আশাবাদী। বাকিটা আল্লাহ্ ভরসা।’

‘এসব (হাসপাতালের সময়-সূচি) আসলে সব কিছু মঞ্জু ভাই ভালো বলতে পারবেন, আমাদের বিসিবির চিকিৎসক। উনি যাচ্ছেন আমাদের সঙ্গে। উনিই সব কিছু ঠিক করেছেন। যেহেতু রোববার ওদের কার্যক্রম শুরু হয়, তাই আজকে যাচ্ছি। যেন পুরো সপ্তাহটা পাওয়া যায় এবং তিন জন কাজে লাগাতে পারি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

তাসকিনকে যা যা বললেন প্রধানমন্ত্রী

Read Next

মাঠকে মিস করা সাইফউদ্দিন: ‘আমি বিসিএস ক্যাডার না যে অন্য চাকরি করব’

Total
0
Share